
রনিকা বসু( মাধুরী)
বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া বাজারে আগুন লেগে কাঠের দোকান ঘর পুড়ে শেষ হয়ে গেছে।
গত ২৬ জুন আনুমানিক রাত ২ টায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে বাজারের ৪টি কাঠের দোকান ও দোকানের মালামালসহ পুড়ে যায় এবং একটি আধাপাকা ঘরের দেওয়াল আগুনে দগ্ধ ও টিন শেড পুড়ে যায়। বারাশিয়া বাজারে মোঃ বাচ্চু শেখ, বেল্লাল ধুনি, আমির আলি মোল্লা এবং কলিগাতী গ্রামের সাজ্জাদ শেখ ও জিয়াবুর শিকদারের ঐ ৫টি দোকান ঘর। আগুনে প্রায় ৩০লাখ টাকার মালামাল সহ দোকান ঘর পুড়ে যায়।
বারাশিয়া বাজারের মোঃ সালাম মোল্লা ও শাহাজান তরফদার আগুনের দৃশ্য দেখে লোকজন ডাকাডাকি শুরু করে। এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। চিতলমারী ফায়ার সার্ভিসের টিম সংবাদ পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাতে বাজারের আর কোনো ক্ষতি হয়নি।
২৬ জুন সকাল ১০টায় চিতলমারীর নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মোঃ লিয়াকত আলী ওসি তদন্ত সহ তার টিম, অপূর্ব দাস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন শেখ, স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে। আগুন লাগার নির্দিষ্ট কোনো সূত্র এখনো জানা যায়নি।