
রনিকা বসু (মাধুরী)
স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এর উদ্দোগে আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় শেষ হয়। মিছিল টির নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুবলীগ আহবায়ক মো নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক মো মাহাতাবুজ্জামান, ছাত্র লীগ সাধারণ সম্পাদক রবীন হীরা, চেয়ারম্যান সাহিন কাজী, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো ইব্রাহিম মুন্সী, শহিদ মেম্বার। হাজার জনগণের সমন্বয়ে এ মিছিল হয়।