সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

জবিতে তিনদিন ব্যাপী বেসিক কাউন্সেলিং ট্রেনিং অনুষ্ঠিত

আপডেট:

নিজস্ব প্রতিবেদক

মানসিক স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে এবং যোগ্য জনশক্তি তৈরির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ কর্তৃক মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আয়োজিত তিনদিন ব্যাপী বেসিক কাউন্সেলিং ট্রেনিং-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ট্রেনিং প্রোগ্রামটি ৪ই জুন শুরু হয়ে মাঝে একদিন বিরতি দিয়ে ৭ই জুন শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ এন্ড আর্থ সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড.মনিরুজ্জামান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অশোক কুমার সাহা,অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অধ্যাপক ড.ফাতেমা তুজ জোহরা বিনতে জামান।স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর অধ্যাপক ড.ফারজানা আহমেদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান। উক্ত ট্রেনিং প্রোগ্রামের ট্রেইনার হিসেবে শিক্ষার্থীদের এই তিনদিন ট্রেনিং দিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অধ্যাপক ড. ফারজানা আহমেদ, সহকারী অধ্যাপক শামীমা আক্তার(এমফিল), সহকারী অধ্যাপক সায়েমা হক রথী, সহকারী অধ্যাপক বিজন বাড়ৈ। ট্রেনিং সম্পর্কে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আকরাম উজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজ অব্যাহত থাকবে। শুধু এই ট্রেনিং ই নয়, আরো ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যোগ্য জনশক্তি হিসেবে তৈরী করব।”

বিজ্ঞাপন

ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষার্থী রাসেল মোল্লা বলেন, আমাদের অনেক কিছুর সীমাবদ্ধতার মধ্যেও এমন একটি ট্রেনিংয়ের আয়োজন করার জন্য বিভাগকে ধন্যবাদ। আমরা গত কয়েক বছরে যা পড়েছি তার বাস্তব প্রয়োগ কিভাবে করতে হয় তা এই ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পেরেছি।শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আমরা আরো ট্রেনিং করতে চাই। বিভাগকে আবারো ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত