
নিজস্ব সংবাদদাতা।।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
ইতোমধ্যে ১১ সেপ্টেম্বর ও গত ১২ আগষ্ট বিকেলে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিরণ, সিরাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের বর্ধিত সভার তারিখ ও স্থান ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক বর্ধিত সভা হচ্ছে। বলতে গেলে বর্ধিত সভায় তৃণমূলের নেতারা অভিযোগ অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে আরো বেশি উচ্ছসিত। নেতাকর্মীদের মাঝে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম নেতৃত্বে আরো বেশি উচ্ছসিত বলে জানান তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা।
গত ১৭-০৯-২০২৩ ইং ৪নং ওয়ার্ডস্থ সাইবেনর খিল এলাকায় সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন
গত ১৬-০৯-২০২৩ ইং ৭নং ওয়ার্ডের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
গত ১৫-০৯-২০২৩ ইং ৭নং ওয়ার্ডস্থ অলিনগর বায়তুল জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পরবর্তী সময়ে সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
গত ১৪-০৯-২০২৩ নিজ অর্থায়নে নির্মানাধীন ইন্জিনিয়ার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং ৬নং কয়লা ও ৯নং বদ্ধভবানী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন।
সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বীর চট্টলার অভিভাবক, মিরসরাই মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয় এবং আগামী মিরসরাইয়ের নৌকার কান্ডারী জনাব মাহবুবুর রহমান রুহেল ভাইয়ের নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলের জনগণের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতেছি। নানাবিধ সুযোগ সুবিধা সরকার দিচ্ছে কিন্তু সাধারণ জনগণ সে সুবিধা পাচ্ছে কিনা তদারকি করার আমাদের দায়িত্ব। আগামী নির্বাচনে আবারো যাতে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে সবার সহযোগিতা কামনা করছি।