
মিরসরাই।।।
চট্টগ্রামের মিরসরাইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৪তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় মিরসরাই সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৪ তলা বিশিষ্ট এই ভবনের উদ্বোধন করেন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই কমিটির সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় ও মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নয়ন কান্তি ধূম। আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান মিরসরাই উপজেলা শাখার সকল সদস্যরা৷
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বাঙালির মহান মুক্তিসংগ্রামে সশস্ত্র বাহিনী থেকেও বেশি অবদান গেরিলা যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের থেকেও সাধারণ গেরিলা যোদ্ধারা বেশি ঝুঁকি নিয়েছিল।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়ার সঙ্গে আমি ছিলাম। সে ছিলো ভীতু, অথচ তাকে দেয়া হয়েছে বীর উত্তম খেতাব। আমরা ফ্রন্টফাইটার হয়েও খেতাব পাইনি।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার প্রমুখ।