
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ০৩. ১১. ২০২৩
হত্যা সেতো হচ্ছে বিশ্বে
অহর্নিশ রোজ,
বাংলায় ছাড়া জেলে হত্যা
পাইনি ইতিহাসে খোঁজ!
সরকারি হেফাজতে বন্দী হত্যা
পাপিষ্ঠ, ওরে নরাধম,
কোন মায়ের ঘরে জন্মেছিলি
কোরান গীতা বাইবেল জ্ঞান, এতো তোদের কম?
জেলহত্যা দিবস, ফিরে ফিরে আসে
বছর শেষে ঘুরে,
বাঙালী হৃদয় হয় ছারখার
বুকটা যায় তাদের পুড়ে!
বঙ্গবন্ধুর বিশ্বস্ত চার সহচর
ছিলো খুনিদের ভয়!
হয়তো এই চারজন, গনজাগরণে
করে ফেরাউন ক্ষয়!
মুক্তিযুদ্ধের সংগঠক তারা
নোওয়ায়নি কভু শির,
খাঁটি বাঙালী, বাঙলা মার সন্তান
ওরা ই ছিলো বীর!
স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন
এনেছেন বাংলাদেশ,
জাতির জনক, তার সহচর
করলি তোরা শেষ!
তোরা, পাকিস্তানি প্রেত আত্মা
রক্ত পাকিস্তানি,
আরও, কতো সর্বনাশ করবি তোর
তা-ও আমরা জানি!
বঙ্গবন্ধুর রক্তের ধারায়
তাদের রক্তের স্রোত,
নেমে গেছে পদ্মা মেঘনায়
অবিচল নীতিতে বয়েছে ওতপ্রোত!