মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

জোরারগঞ্জে রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের উদ্বোধন

আপডেট:

মিরসরাই প্রতিনিধি।।

মিরসরাইয়ের জোরারগঞ্জে অলি আহম্মদ জামে মসজিদ ও রূপনগর নূরানী মাদ্রাসা’র উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ে’র আরাইল্ল্যা টিলা প্রকাশ রূপনগর এলাকায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং অলি আহম্মদ জামে মসজিদ ও রূপনগর নূরানী মাদ্রাসা’র দায়িত্বশীল মাওলানা আব্দুল মোতালেব ও মোহাম্মদ হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহম্মদ ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাবেক ইউপি সদস্য মনির আহম্মদ ভাসানী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া অপু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুর হোসেন শাহীন, মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আহমেদ আরিফ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, জাগির সওদাগর, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কালাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের দায়িত্বশীল মাওলানা আব্দুল মোতালেব বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ের রূপনগর এলাকায় নিম্ন মধ্যবিত্ত শ্রেণির, সুবিধাবঞ্চিত, নিরক্ষর ও পিছে পড়া ১২০ পরিবারের প্রায় ১ হাজার লোকের বসবাস। যেখানে শিক্ষার হার শূন্যের কোঠায় বিশেষ করে ধর্মীয় শিক্ষা। সেদিক বিবেচনা করে চলতি বছরের মে মাস থেকে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ চালুর পাশাপাশি শিক্ষার আলো ছড়াতে ৫০ জন শিশুদের নিয়ে সকালে মক্তবের পর নূরানী পদ্ধতিতে শিক্ষা চালু করা হয়। তারই আলোকে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’কে দিয়ে উক্ত মসজিদ ও মাদ্রাসা’র উদ্বোধন করানো হয়। সেক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত