
মিরসরাই প্রতিনিধি:
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগান সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই এবং অজ্ঞান/ মলম পার্টি দৌরাত্ব প্রতিরোধ সহ অন্যান্য অপরাধ রোধকল্পে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে কমিউনিটি পুলিশং এর ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ জুন) সকাল সাড়ে ১০টা থানার হলরুমে এই ওপেন হাউস ডে পালিত হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকারের সভাপতিত্বে অতিথিরা এসময় কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য দেন।
এই সময় থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই আদম আলী সহ থানার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদিক উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে এর আলোচনায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে বিভিন্ন দিক তুলে ধরেন। আসন্ন কোরবান ঈদকে সামনে রেখে হাইওয়েতে আরো সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।