মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

জয়পুরহাটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

আপডেট:

জয়পুরহাট প্রতিনিধিঃ
২২ জুন ২৩ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার রুকিন্দিপুর আমেজ উদ্দিন মন্ডলপাড়ার আমিনুর রহমান ছোয়াতের পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা।
পুকুরের মালিক ছোয়াত বলেন, বেশ কিছুদিন আগে ওই পুকুরে তিনি রুই, কাতলা মৃগেলসহ দেশী পোনা মাছ মজুত করেন। গতকাল বুধবার (২১ জুন) দিবাগত রাতে প্রতিবেশিরা শত্রুতামূলক পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। সকালে পুকুরে মাছ ভাসতে দেখতে পাই। এ বিষয়ে প্রতিবেশী কয়েকজনের নামে আক্কেলপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত