সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

ঝিনিয়া স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আপডেট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সোমবার (১২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।

জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জনসহ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে ২৯৫ ভোট পেয়ে প্রথম হন এবিএম আনিসুর রহমান রাজু, ২০৭ ভোট পেয়ে দ্বিতীয় হন মাহাবুর রহমান, ১৫২ ভোট পেয়ে তৃতীয় হন মমিউল ইসলাম ও ১৪২ ভোট পেয়ে চতুর্থ হন আইয়ুব আলী সরকার। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক ১৭৭ ভোট পেয়ে প্রথম হন কহিনুর বেগম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঝিনিয়া এম.এ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোট সংখ্যা ৫৯৪ জন। এরমধ্যে ভোট প্রদান করেছে ৪৭৩ জন। নির্বাচনে প্রত্যেক ভোটার তাদের পছন্দের ৫ জন প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল।

বিজ্ঞাপন

এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্য দায়িত্বে ছিলেন। ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, অত্যন্ত সুষ্ঠু ও মনোরম পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত