
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওর্য়াডের বাদুরগাছা শ্মশান মাঠ মন্দিরে প্রতি বছরের ন্যায় আগামী বাংলা ১১ অগ্রহায়ন ১৪৩০,ইং ২৮ নভেম্বর ২০২৩ রোজঃ মঙ্গলবার বাৎসরিক শ্রী শ্রী কালী পূজা উৎযাপিত হবে।
শ্রী রঞ্জন কুমার সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রী কানাই লাল তরফদার ও গ্রামবাসী সহ এলাকাবাসীর সার্বিক তত্বাবধায়নে,অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব গাজী এজাজ আহমেদ (চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা পরিষদ),জনাব শরীফ আসিফ রহমান ( উপজেলা নির্বাহী কর্মকর্তা),জনাব শেখ কনি মিয়া (অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা),সহ শ্রী সুরন্জিত কুমার বৈদ্য ( চেয়ারম্যান ৭ নং শোভনা ইউনিয়ন পরিষদ)।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৭ নং শোভনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রী দেবব্রত সরদারের সার্বিক ব্যবস্থাপনায় ৪ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সাথে সাজানো হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা।
যার অনুষ্ঠান সূচী
প্রথম দিন
ইং ২৮ নভেম্বর ২০২৩, রোজ-মঙ্গলবার সারারাত্রী ব্যাপী শ্রী শ্রী কালীমায়ের পূজা, হোমাগ্নি ও পূজাঞ্জলী প্রদান।
সন্ধ্যা -৬.৩০মিঃ – শ্রীশ্রী চন্ডীমন্ত্র পাঠ।
সন্ধ্যা -৬.৪৫মিঃ – অত্র মহাশ্মশানে অন্ত্যোষ্টি ক্রিয়ার সকল মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন। রাত -৯.০০ টায় – সামাজিক যাত্রাপালা- মা হলো বন্দী পরিবেশনায়- মহিষাডাংগা তরুন নাট্য সংস্থা, আশাশুনি, সাতক্ষীরা। শ্রেষ্ঠাংশেঃ সুপার ষ্টার গায়ক নায়ক কুমার দেবু ও গায়িকা নায়িকা স্বপ্না মল্লিক।
দ্বিতীয় দিনঃ
ইং ২৯ নভেম্বর ২০২৩, রোজ-বুধবার সকাল-৬.০০ টায় – পূজার প্রসাদ বিতরন। বিকাল- ৩.০০ টায়, সার্কাস প্রদর্শনী। রাত- ৯টায় সামাজিক যাত্রাপালা। “ডাইনী বধূ” পরিবেশনায়- সূর্য্য তরুন নাট্য সংস্থা-পাইকগাছা
শ্রেষ্ঠাংশেঃ গায়ক নায়ক- প্রণব মন্ডল, গায়িকা-নায়িকা- বাসন্তি সাহা।
তৃতীয় দিনঃ
ইং ৩০ নভেম্বর ২০২৩, রোজ- বৃহস্পতিবার বিকাল- ৩.০০ টায়, আট দলীয় শুধুমাত্র মহিলাদের দোড়াটানা প্রতিযোগিতা প্রথম পুরস্কার: ১টি ফ্রিজ, ২য় পুরস্কার: ১টি এলিডি টিভি রাত -৮.০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
চতুর্থ দিনঃ
ইং ১ ডিসেম্বর ২০২৩, রোজ- শুক্রবার বিকাল- ৩.০০ টায়, শুধুমাত্র মহিলাদের অংশগ্রহনে আনন্দ দায়ক
প্রতিযোগিতামুলক বিভিন্ন রকম খেলা।
রাত -৯.০০ টায় ধর্মীয় যাত্রাপালা, হরি ঠাকুরের বাল্য লীলা। পরিবেশনায়- শ্রী শ্রী হরি গুরু চাঁদ নাট্য সংস্থা, ডুমুরিয়া, খুলনা।