
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তফসিলকে স্বাগত জানিয়ে করিমগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।বুধবার সন্ধায় দেহুন্দা ইউনিয়নে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামালের নেতৃত্বে মিছিলটি দেহুন্দা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।এ সময় সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল,দেহুন্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন,স্বেচ্ছাসেবকলীগ নেতা ইভান হাসান সহ আরো অনেকেই।
এ সময় করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।