সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

তরুন আলেম শাহীন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

আপডেট:

 

সাইফুর নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

বিজ্ঞাপন

মাওলানা মোঃ শাহীন গত রমজানেও তারাবীর নামাজ পড়িয়েছেন মনোহরদীর মনতলা গ্রামের গেদু সরকারের বাড়ীর জামে মসজিদে।একই মসজিদে জুমুআর খতীবও ছিলেন তিনি।

অনেকদিন ধরেই নানা পেটের পীড়ায় ভুগছিলেন তিনি।শেষে শয্যাশায়ী অবস্থা হলে ঢাকার শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে তার পেটে অপারেশন হয়।কিন্তু সে অপারেশনে দৃশ্যমান কোন উন্নতি নেই তার।নিতান্ত দরিদ্র পরিবারের সন্তান শাহীন (২৬)।

বিজ্ঞাপন

বাবা-মা সহ তিনজনের পরিবারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে ব্যক্তি।ভিটেবাড়ীটুকু ছাড়া কোন জমাজমি নেই তাদের।মাওলানা শাহীন এখন প্রায় চলৎশক্তিহীন।তার আরো চিকিৎসার প্রয়োজন। আর্থিক দৈন্যতার কারনে কোথায় পাবেন সে চিকিৎসার ব্যয়ভার? নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালীয়া গ্রামে বাড়ী মাওলানা শাহীনের।

তার সত্তরোর্দ্ধ বৃদ্ধ পিতা এখন পরের জমিতে কাজে নেমেছেন পেটের তাগিদে।এক প্রকার খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির।মাওলানা শাহীনের চিকিৎসাসহ ওষুধপথ্যের জোগান বন্ধ এখন।ফলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন এ তরুন আলেমে দ্বীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত