সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হলো পুষ্টি মেলা ২০২৩

আপডেট:

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আকন্দ পাড়া কোফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পুষ্টি মেলা ২০২৩।

মঙ্গলবার ১৮ জুলাই সকাল ১০ টায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বিংস প্রজেক্ট কর্তৃক পুষ্টি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মেলায় বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার ও ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে একাধিক স্টল দিয়ে নানা সাঁজে সজ্জিত করেন মেলাটি।
অতিথি বৃন্দ মেলার ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত মেলার স্টল গুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নিউট্রিশন স্পেশালিষ্ট মোঃ বজলুল কবীর জমাদ্দার, উন্নয়ন সংঘ এর উপপরিচালক মোঃ মোর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেন্ডার এন্ড ম্যানকেয়ার স্পেশালিষ্ট তাহমিনা আক্তার, মনিটরিং অফিসার আব্দুল হালিম, উন্নয়ন সংঘ এর প্রোগ্রাম অফিসার আল মজনু সহ আকন্দ পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, সিডিএফ এবং সিএনপিগন।

বিজ্ঞাপন

উক্ত মেলায় হাতিভাঙ্গা মেঘনা কিশোর কিশোরী ক্লাবের পরিবেশনায় মা ও শিশুর যত্ন এবং পরিচর্যা বিষয়ক পথনাটক “আশার আলো” নাটক পরিবেশন করা হয়।

সুন্দর সুন্দর আয়োজন ও মনোমুগ্ধকর পরিবেশনায় সকলকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত