সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দেওয়ানগঞ্জে অপহরণের দুদিন পর মিলল শিশুর মরদেহ

আপডেট:

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: অপহরণের দুদিন পর বাড়ির পাশে ঝোপে মিলল শিশুর মরদেহ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে বাঘারচর বেপারী পাড়া অপহরণের দুই দিন পর হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর বেপারী পাড়া থেকে শিশুটির বাড়ীর কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১নং ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শিশু হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের আশরাফুল ইসলাম ও হিরা বেগম দম্পতির মেয়ে।

বিজ্ঞাপন

নিহত শিশুটির পরিবারের সদস্যদের তথ্যের বরাত দিয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন- গত শনিবার ৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে হাবিবা বাড়ী থেকে একটু অদূরে এক দোকানে খরচা আনতে যায়।
পরে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ীর উদ্দেশে রওনা হয়।

হাবিবার বাড়ী ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম মেয়েকে খুঁজতে বের হলে বাড়ীর কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন।

অনেক খোঁজাখুঁজির পর গত ১০ তারিখ নিহতের বাবা আশরাফুল বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়রির সূত্র ধরে দেওয়ানগঞ্জ থানা পুলিশের একাধিক ইউনিট হাবিবাকে উদ্ধারকাজে নামে। ১১সেপ্টেম্বর সোমবার দুপুরে বাড়ির পাশে রাস্তার কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার হয়।

তবে ধারণা করা হচ্ছে, কে বা কাহারা মেয়েটাকে মেরে ভিকটিমের বাড়ির পাশের বাড়ির আঙ্গিনার আনুমানিক ৫০ গজ দূরে ফেলে রেখে যায়।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন- মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। এখন হাবিবার লাশ তার বাড়ির কাছ থেকেই উদ্ধার করে জামালপুর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ডাংধরা ইউনিয়নের নিমাইমারী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ রুবেল নামের একজনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত