
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপ কর্তৃক আয়োজিত উপজেলা ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করা হয়।
২৭মে শনিবার গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুস সালাম বুলেট এর দিকনির্দেশনায়, প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের প্রধান উপদেষ্টা জামালপুর বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বুলবুল এর ব্যবস্থাপনায়, প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপ এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার প্রশাসন ও পরিকল্পনা সেক্টর এর আয়োজনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
গ্রুপের মডারেটর জাকিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়খাল দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা ও বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপ এর দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিকল্পনা সেক্টর এর পরিচালক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের মাহমুদুল হাসান খোকন, লাজিয়া আক্তার, ফেনসি আক্তার, হাফেজা আক্তার, মোঃ আলামিন মিয়া, বাহাদুরাবাদ ইউনিয়নের, আসিকুর রহমান, হাতিভাঙ্গা ইউনিয়নের, ইরভান মিয়া, পাররামরামপুর ইউনিয়নের, নাছির হোসেন,ইসলামপুর উপজেলার, রাজু প্রমুখ।
বক্তব্যে প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের কার্যাবলী তুলে ধরেন।
অপসাংস্কৃতি দুরিকরণ, বাল্যবিবাহ , শিশু শ্রম, মাদকদ্রব্য, ইভটিজিং, বন্ধ করণ। সুবিধা বঞ্চিত দের পাশে, অসহায়দের ও ফ্রি স্বাস্থ্য সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত দান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে দেওয়ানগঞ্জ উপজেলার বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে দেওয়ানগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।