
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজারের দক্ষিণ পাশে শফিউল ইসলাম এর পুকুরে ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে যন্ত্রপাতি জব্দ করেন সানন্দবাড়ী পিআইসির পুলিশ প্রশাসন।
মঙ্গলবার ১৩ জুন বিকাল ৪টার সময় এ অভিযান চালায়।
জানা যায়, বাঘারচর বাজারের দক্ষিণ পাশে শফিউল ইসলামের পুকুর হতে সুমনের ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসতেছিলো। এতে আশেপাশের জমি ওয়ালাদের জমি ভেঙ্গে যাওয়ার উপক্রম হওয়ায় অভিযোগ তোলেন।
প্রশাসনের পক্ষ থেকে বারবার বন্ধ করে দিলেও প্রশাসনকে তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো সে।
সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ডিএসবি রাকিবুল ইসলাম, এএসআই কৃষ্ণ নারায়ণ সহ সঙ্গীয় ফোর্স ড্রেজারের পাইপ ভেঙ্গে যন্ত্রপাতি জব্দ করে পিআইসিতে নিয়ে যায়।
ডাংধরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন মুঠোফোনে জানান- রাস্তা ব্যতীত অন্যত্রে মাটি বিক্রি করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করায় ড্রেজারের পাইপ ধ্বংস ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।