সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দেওয়ানগঞ্জে ৮০০ পিচ ইয়াবাসহ আটক -১

আপডেট:

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)

প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার

সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা

বিজ্ঞাপন

ইউনিয়নের পাথরেরচর হতে ৮ শত পিচ ইয়াবা সহ

এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন

বিজ্ঞাপন

সানন্দবাড়ী পিআইসির পুলিশ।

জানা যায়, ৮মে সোমবার রাতে গোপন সংবাদের

ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ আব্দুর

রহিম এর নেতৃত্বে এস আই রায়হান সঙ্গীয় ফোর্স

নিয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল ঘরের

সামনে চেকপোস্ট বসিয়ে রৌমারি থেকে ছেড়ে

আসা ঢাকাগামী পলি পরিবহন বাসটি তল্লাশি

করেন। এসময় মোঃ সলিম (৪০), পিতাঃ মৃত্যুঃ

আব্দুস সামাদ, গ্রামঃ পূর্ব কাওয়ারচর, পোঃ

দাঁতভাঙ্গা, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম কে

৮০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এবং

পালিয়ে যায় মোঃ মজনু মিয়া (৩৫) , পিতাঃ শহিবর

আলী, গ্রামঃ বালিয়ামারি নয়াপাড়া, উপজেলাঃ

রাজিবপুর , জেলাঃ কুড়িগ্রাম।

 

আসামী সলিম (৪০) কে গ্রেফতার করে

সানন্দবাড়ী পিআইসি’তে আনা হয়। ৯ মে

মঙ্গলবার দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা

হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা

দায়ের করা হয়েছে। তথ্য নিশ্চিত করেন

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক

আব্দুর রহিম।

সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চলমান অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত