
বেনাপোল প্রতিনিধি: শার্শার নাভারণ প্রেসক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল দশটায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় বর্ধিত সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের প্রশিক্ষণ, ত্রি-বার্ষিক নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু, সিনিয়র সহ-সভাপতি বি এম রুহুল কুদ্দুস শাকিল, সহ-সভাপতি মামুনুর রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষু, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো: জসিম উদ্দিন, নুর ইসলাম তরফদার, ইকরামুল ইসলাম, মো: আব্দুস ছালাম প্রমুখ।