
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০২.১০.২০২৩
ইংরেজ কেন নারীকে man না বলে woman বললো?
তাহলে কি ইংরেজ ই নারী চরিত্র সঠিক বুঝেছিলেন?
কৃষ্ণ দেবদাস চণ্ডীদাস ফরহাদ কোন প্রেমিক নারীকে চিনলেন না?
এ বিশ্বে জন্ম নিয়েছেন শত-শত মহীয়সী নারী, রাবেয়া বসরী সরোজিনী নাইডু প্রীতিলতা ঝাসির রানী, রাশিয়ার শাসক ক্যাথরিন, মাদার তেরেসা, লক্ষ্মী বাঈ, উষা মেহতা, বেগম রোকেয়া, ভায়ালেট গার্ডেন, ক্লিওপেট্রা, মারলিন মনোরা কবি সুফিয়া, জাহানারা ইমাম, আয়রন লেডি মার্গারেট থ্যাচার, গোল্ডামেয়র, ইন্দ্রাগান্ধী, বাংলাদেশের শেখ হাসিনা ইত্যাদি! বাংলাদেশের দুইজন নারী দেশ শাসন করেছেন তার অপর জনের নাম না আনলে নয় “বেগম খালেদা জিয়া”!
নারী যেমন দোষেগুনে মানুষ তেমনি পুরুষ ও নিষ্ঠুরতম ছিলেন বিভিন্ন জন! চেঙ্গিস খান, হালাকু খান, হিটলার, ইয়াহিয়া খান, তৈমুর, পিনাচোট, পশ্চিমা অনেক পুরুষ শাসক নিষ্ঠুরতম আচরন করেছেন ভঙ্গ করেছেন মানবতা মনুষ্যত্বের মুল নীতি এখনও ইসরায়েল ইউক্রেন অনেক পশ্চিমা শাসকের নিষ্ঠুরতার বলি!
প্রিয় পাঠক, আমার বিষয় নারী, নারী ভাবতে আমরা ভাবে গদগদ হই, কোমল অঙ্গ কোমল স্বভাব দয়া মায়া স্নেহ দরদ সীমাহীন। সারাদিন পরিশ্রান্ত পুরুষ ছুটে আসে নারীর বাড়িয়ে দেয়া দুবাহুর আহ্বানে রিচার্জ হতে আগামী কাল আবার হাড়ভভাংগা খাটুনি তে নিজেকে নিয়োজিত করতে! সব পুরুষ কি ঘরে ফিরে তেমন আলাপ ব্যবহার ভালবাসায় সিক্ত হয়ে সব ক্লান্তি ভুলতে পারেন নাকি ঝাঁসির রানীর বাক্যবানে জর্জরিত হন ——
প্রিয় পাঠক, আমার দেশ বাংলাদেশ, আমি যদি আমার সহধর্মিণীর জীবন চরিত্র আলাপ করি আপনারা চিনবেন
না! তাই সবাই চিনেন এমন দু’জন বাংলাদেশের নারীকে একটু আলোকপাত করবো!
শেখ হাসিনা ও খালেদা জিয়া। দুইজনই ই দীর্ঘ দিন দেশের শাসন ক্ষমতায় ছিলেন! শিক্ষা দীক্ষা পারিবারিক মিল অমিল আছে প্রচুর তবুও বাংলাদেশের নারী প্রধান মন্ত্রী বলে কথা!?
সবার সন্তান একটু বেয়াড়া হয়, মায়েরা সন্তানের পরে দুর্বল ও থাকেন কিন্ত আগুনে হাত দিলে পুড়বে তখন শাসন প্রয়োজন! কেন আড়াই বারের প্রধানমন্ত্রী শাস্তি ভোগ করছেন, কেন তদ্বীয় পুত্র লন্ডনবাসী সবাই জানেন!
১. কেন বিশ্বের ৬ ষষ্ঠ বৃহৎ শক্তির দেশের রাস্ট্র পতির সাথে একজন নারী রাজনৈতিক নেতা দেখা করলেন না?
২. কেন সেই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশ ঠেকাতে হবে যে দেশ চারিদিকে ক্ষুদ্র বাংলাদেশ কে সাপের মত পেচিয়ে রেখেছে!
৩. কেন বিরোধী দলের নেত্রী কে মারার চেষ্টা করতে হবে!
আপনি তো মৃত্যু পথ যাত্রী, গ্রেনেড না বুদ্ধি?
তত্বাবধায়ক সরকারের মামলায় আপনি ধরাশায়ী, শেখ হাসিনা পারেন না আপনার এ মামলা ডিসমিস করতে—
৪. নিজ দেশের একজন প্রধানমন্ত্রী বাসায় গেলে সন্তান মৃত্যুর সহানুভূতি জানাতে, তার সাথে দেখা না করে কোন প্রানী পারে? মানবতা মনুষ্যত্ব ধর্ম ভদ্রতা এমনি একজন নারী জলানজলি দিতে পারে, পুরুষ না!
এতবড় আকাশছোঁয়া ভারত যাকে আমেরিকা ও নজরে রাখে তাকে ভেঙে ছোট করার দায়িত্ব আপনাকে কে নিতে
বলেছে?
৫. দেশের “জাতির জনকের” হত্যা দিবসে কেক কেটে ফূর্তি আপনার অপক্ক সুবিধা বাদীরা করলেও আপনার নিষেধ করা উচিত কারন আপনি মমতাময়ী নারী, প্রধানমন্ত্রী ছিলেন ২/৩ বার! বিসমিল্লাহ আর কর্ম তো এক না আপনার!
সৃষ্টি কর্তা বাড়াবাড়ি পছন্দ করেন না, তাকায় দেখেন আপনার বড় শক্তি হেফাজতের মামুন কেন যাবেন মদের রিসোর্টেে, কেন ৪৫ জন হেফাজতের সো কল্ড বুজর্গরা ধরা খাবেন বিদেশি টাকা চুরির অপরাধে!
আপনার কিছু অবুঝ সমর্থক আছে তারা বলবেন” “আপনার লেখার সাথে দ্বমত পোষন করি! ” দ্বিমত পোষণে তো ট্যাক্স লাগে না, লিখতে টেক্স লাগে,
শেখ হাসিনা একজন মেয়ে মানুষ সহ মামুনকে নারায়নগঞ্জ মদের রিসোর্টে কোলে করে নিয়ে গেছিলেন!
এই হলো আপনার সমর্থক!
আমেরিকা আপনার পতিকে ও ক্ষমতায় এনে ছিলো, ২১ ক্যুর পর ২২ ক্যুতে kicked out from the world, আমেরিকা ঠেকায় দেয় নাই! সন্ত্রাস করে, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে পারবেন না। আমেরিকা তুরস্কে একই খেল খেলেছে, এরদোয়ান কে হঠাতে পারে নাই!
আপনি নারী এজন্য ই আপনারা WOMEN not MEN.
ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমারা “বেঈমান “! এখন তারা ইসরায়েল বাঁচাতে ব্যস্হ !
রাজাকে রাজনীতি জানতে হয়!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।
নারী স্বার্থ পর, নারী জেদি, সামান্য স্বার্থে দীর্ঘ দিনের আপনজন কে পায়ে ঠেলতে পারে —–/