সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

নাড়ির টানে বাড়ি ফিরলেন প্রবাসী মানবী আসাদ এষ্ণা

আপডেট:

মো. রাসেল ইসলাম: যশোরের শার্শার বাগআঁচড়ায় নিজ গ্রামের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হেলিকপ্টার যোগে নিজ বাড়িতে এসেছেন মানবী ওয়েল কেয়ার ইউএসএ২০ এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষ্ণা।

রবিবার সকালে আমেরিকা থেকে ঢাকায় অবতারনার পর দুপুর ১টায় তার নিজ বাড়িতে তৈরী করা হেলিপেডে বেসরকারি একটি হেলিকপ্টারে তিনি পৌছান। এসময় তার সাথে তিন সন্তান ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে হেলিকপ্টার যোগে তার নিজ বাড়িতে আগমনে এলাকার শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষ্ণা বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে। তার বাবাসহ পরিবার আমেরিকা প্রবাসী। মানবী আসাদ এষ্ণা ইউএসএ একজন সফটওয়ার ইন্জিনিয়ার।পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।এ সংগঠনের মাধ্যমে অসহায়রা বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতা,চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় অর্থ সহযোগিতা করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

মানবী আসাদ এষ্ণা গনমাধ্যমকর্মীদের বলেন, ভাল কিছু পরিবর্তনের লক্ষে ২০১২ সালে তারা আমেরিকায় যান। বর্তমানে তিনি ঐ দেশের নাগরিকত্ব লাভ করে বাবা মা ও ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সংগঠনের সেবামুলক কাজ মাতৃভূমি ও নাড়ির টানে দেশে মাঝে মাঝে আসেন। এলাকাবাসীর ভালবাসায় তিনি খুবই মুগ্ধ হয়েছেন। তাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষ্ণার পরিবারটি তাদের গর্বের। তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত