সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

না ফেরার দেশে চলে গেলেন আনন্দ টিভির সাংবাদিক আব্বাস উদ্দিন

আপডেট:

অদ্য ৩ জুলাই রোজ সোমবার দুপুর ২:৩০ মিনিটে আনন্দ টিভির গাজীপুরের বিশেষ প্রতিবেদক সাংবাদিক আব্বাস উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তিনি আজ সকালে স্ট্রোক করলে তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জীবদ্দশায় তিনি গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের মহানগরের সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আনন্দ টিভি’র বিশেষ প্রতিবেদক ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফার একনিষ্ঠ সমর্থক ছিলেন। তাছাড়া তিনি বহু সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তার এক স্ত্রী, দুই ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজার নামাজ বাদ আসর চন্দনা উচ্চ বিদ্যালয়, চান্দনা চৌরাস্তা, গাজীপুরে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা তারা গ্রামের বাড়ি কুমিল্লা চাঁদপুরে অনুষ্ঠিত হবে এবং তাকে চাঁদপুর তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত