
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। আর এই আসনে পর পর দুই বার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। অতীতে জয়পুরহাট-১ আসনের মাটি বিএনপি জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত লাভ করলেও দুঃসময়ে দীর্ঘদিন যাবৎ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাল ধরে রেখেছিলেন তিনি। এমপি দুদুর সঠিক নেতৃত্বে জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত হয়। দুদুর নেতৃত্বে পাল্টে যায় এ জেলার রাজনৈতিক প্রেক্ষাপট।
দলমত নির্বিশেষে পিছিয়ে পড়া এই জেলা এবং জনগণের উন্নয়নে ভুমিকা রাখায় সমগ্র জেলা জুড়ে এখন দুদু এমপির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে জয়পুরহাট-১ আসনে রাস্তাঘাট, নদী নালা খনন, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, মসজিদ, মাদ্রাসা মন্দিরসহ সব ক্ষেত্রেই তিনি উন্নয়ন মুলুককাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
একরানে দলমত নির্বিশেষে আগামী জাতীয় নির্বাচনে জয়পুরহাট-১ আসনে আবারও নৌকার মাঝি হিসেবে দেখতে চান জয়পুরহাটের সাধারণ জনগণ।