
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ১৫.০৯.২০২৩
বিশ্বে যত জাতির আবির্ভাব হয়েছে বাঙালি জাতির ইতিহাস ততোধিক পুরাতন। খৃষ্টপূর্ব এ জাতির আবির্ভাব! বাঙালি জাতি দক্ষিণ এশিয়ার একটা ইন্দো আর্য জাতিগোষ্ঠী যারা বঙ্গ আমলের স্হায়ী বাসিন্দা।
বিশ্বে চায়না ও আরব জাতিগোষ্ঠীর পরেই বাঙালি জাতিগোষ্ঠীর অবস্থান তৃতীয়। বর্তমান বাংলাদেশ ভারতের পশ্চিম বঙ্গ, নিন্ম আসাম, ত্রিপুরা, বরাক উপত্যকা, মণিপুর, অরুনাচল, দিল্লি, ওড়িশা ছত্রিশ গড়, ঝাড়খন্ড, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর খন্ড, বাঙালীর আদি বসবাস কমবেশি অবস্থান আছে!
বিশ্বে পাকিস্তান হচ্ছে সেই রাস্ট্র যার সাথে আমরা প্রায় ২৩ বছর বসবাস করেছি কিন্তু তাদের কাছে বাঙালি থেকে ঘৃণিত আর কোন জাতি নাই সেখানে ও ৫০ হাজার বাঙালির বসবাস। সারা বিশ্বে বাঙালি ছড়ায়ে ছিটিয়ে আছে। প্রত্নতাত্ত্বিকরা বৃহত্তর বাংলায় ওয়ারী বটেশ্বরে (নরসিংদী) মাটির নিচে ৪ হাজার বছরের বাঙালি সভ্যতা আবিষ্কার করেছেন। তখন ই বাঙালিরা
ইটের ভাটায় পোড়ানো ইটের ঘরে বাস করতেন, চওড়া ইটের রাস্তা ছিলো, লোহার অস্ত্র ব্যবহার করতেন। তারা এত বছর আগে রূপার মুদ্রা ব্যবহার করতেন!
১৩৫২ সালে শামসুদ্দিন ইলিয়াস বাঙালি বলেছেন, মৌর্য আমল, সুলতান আমল, নবাব আমল, মোগল আমল, ইংরেজ আমল, এমন কি পাকিস্তান আমলেও আমরা বাঙালি জাতি ছিলাম। পাকিস্তান হিটলারের মত হত্যা করে জাতি নিধনে ব্যর্থ হয়ে তাদের দোষর জিয়াকে দায়িত্ব দিলেন জাতি নিধনের এবং “জিয়া” নামক একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা, বিতর্কিত বাঙালি
এত বড় ইতিহাস ও সভ্যতা সংস্কৃতি বহনকারী জাতি নাম মুছে “বাংলাদেশী জাতি” করে দিলেন! এ অপরাধ যূগযূগ তাকে বহন করতে হবে এবং এদেশের শিক্ষিত জ্ঞানী বাঙালী জনগোষ্ঠী বোদ্ধারা তাকে কখন ও ক্ষমা করবে না ৪ হাজার বছর বহনকারী জাতিকে মুছে দেয়ার প্রচেষ্টা!!!
ওপার বাংলার “নেতাজি সুভাষ” ও “মুজিবের” মত হিন্দি স্পিকিং দ্বারা নিষ্পেষিত ছিলেন। কাউন্সিলরদের ভোটে তিনি যতবার কংগ্রেস সভাপতি হয়েছেন ততবার তাকে জওহরলাল ও গান্ধী অসন্তোষ প্রকাশ করেছেন। তৃতীয় বার তিনি গান্ধীর নির্দেশে পদত্যাগ করেন! বৃটিশ বিরোধী আন্দোলনে বাঙালির ভুমিকা ছিলো দারুন সাহসী।
ফরায়েজি আন্দোলন, ফকির বিদ্রোহ, সেপাই বিদ্রোহ ১৮৫৭ সালে, কারাগার ভাঙা আন্দোলন, হাজী শরীয়ত উল্লাহ ও তার ছেলে দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন! এমন কয়েক বছর চলা আন্দোলন বৃটিশের বিরুদ্ধে দিল্লি কেন্দ্রীয় কেউ করতে পারে নাই!
ভারত ইতিহাস থেকে ও নেতাজি কে ভালো ভাবে হাইলাইট করা হয় নাই।
তাই বলছিলাম, বাঙালী আজীবন নির্যাতিত বঞ্চিত!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন নিজ জাতিকে ভালবাসেন!
১. নেতাজি সুভাষ
২. ৪০০০ বছর আগের বাঙালি সভ্যতার নিদর্শন।