সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

নোয়াখালীতে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান কে সংবর্ধনা প্রদান

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল,নোয়াখালী।
নোয়াখালীর চাটখিলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে বিএমএসএফ চাটখিল শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালীর বার্তার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, উপজেলা বিএমএসএফ এর কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, দৈনিক অনন্ত বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান পিংকু, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মনির হোসেন সোহেল,মৃণাল কান্তি দাস,আলী হোসেন হিরণ প্রমূখ।

বিজ্ঞাপন

অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, ইয়াছিন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, যুগ্ম-সাধারন স্বপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক নূর হোসেন খোকন, আনোয়ারুল আজিম, মনির হোসেন সোহেল, মৃণাল কান্তি দাস প্রমূখ।

বক্তারা জানান, চাটখিলের কৃতি সন্তান মেহেদী হাছান রুবেল ভূঁইয়া সারা বাংলাদেশের সাংবাদিকদের এক বিশাল দায়িত্ব পেয়েছে। সেই সাথে নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকবেন এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চাটখিলের সুনাম অক্ষুন্ন রাখবেন পরে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিগত ৩০ জুলাই (রবিবার) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতি এবং সাংবাদিক মেহেদী হাছান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত