মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

নোয়াখালী-১ আসনের সাংবাদিকদের সাথে সুপ্রিমকোর্ট বারের সম্পাদকের মতবিনিময় সভা

আপডেট:

 

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

বিজ্ঞাপন

নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক আব্দুন নুর দুলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই (শনিবার) চাটখিল দক্ষিণ বাজার স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদের সঞ্চালনায়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাটখিল প্রেসক্লাব সভাপতি সোয়েব হোসেন ভুলু,সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর,প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান,চাটখিল প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন,চাটখিল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন হোসেন,সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ,বদলকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান শেখ,সোনাইমুড়ী প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন রাখেন আবদুন নুর দুলালের কাছে,পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সুপ্রিমকোর্টের সম্পাদকের চেয়ার অনেক ক্ষমতার অধিকারী,কিন্তু আমি বিনয়ের সাথে মানুষের সেবা করে যেতে চাই,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনে নৌকার মনোনয়ন চাইবেন বলে জানান,দল যদি মনোনয়ন দেন সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এবং অন্য কাউকে মনোনয়ন দিলেও নৌকার জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন,তবে তিনি মনোনয়ন পাওয়ার আশ্বাস রাখেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত