সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

নোয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধার সংবাদিক সম্মেলন

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়িতে কর্মরত সাংবাদিকদের উপস্থিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সদস্য নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটি,অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ড.মোহাম্মদ ফারুকের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

১৬ জুলাই রবিবার বিকেল ৪ টায় হাটিরপাড়া গ্রামে তার নিজ বাসভবন ফারুক ভিলায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী।

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুক বলেন,সাংবাদিক সমাজ জাতির বিবেক,আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন,আমি বৃহত্তর নোয়াখালী জেলায় মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি,লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম,তখন থেকে আওয়ামী লীগের মূলধারার রাজনীতি সহ ব্যবসা বাণিজ্যে জড়িত আছি,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন মনোনয়ন প্রত্যাশী,চাটখিল সোনাইমুড়ির রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার কথা ও যোগাযোগ হয়েছে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে যদি মনোনয়ন প্রদান করেন,নির্বাচনে জয়লাভের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই করব,আমাকে মনোনয়ন না দিয়ে প্রধানমন্ত্রী অন্য কাউকে মনোনয়ন দিলে ক্ষেত্রেও আমি নৌকাকে জয়লাভ করানোর জন্য কাজ করব।

বিজ্ঞাপন

চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত