
জয়পুরহাট প্রতিনিধিঃ
সামনে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। দলের মধ্যে একে-অপরে কাদা ছোড়াছুড়ি না করে দলকে আবার ক্ষমতায় আনতে, উন্নয়নের অগ্রদূত শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রীর আসনে বসাতে সবাইকে মিলেমিশে এক হয়ে কাজ করতে হবে। এসময় আমরা যদি নিজের ক্ষমতার লোভে দলের অন্য নেতাকর্মির সঙ্গে দন্দে জড়িয়ে পরি এসুযোগ কাজে লাগাবে বিরোধী দল। এতে দলের এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা দূরহ্ ব্যাপার হবে। এখনি আমাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে নিজেরা সংশোধন হয়ে দলের জন্য সবাইকে কাজ শুরু করতে হবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে জয়পুরহাট-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি উপস্থিত নেতাকর্মিদের উদ্যেসে এমন বক্তব্য রাখেন। এসময় তিনি নেতাকর্মিদের উদ্যেসে আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশের দৃশ্যমান যে সব উন্নয়ন মুলক কাজ করেছেন সাধারন মানুষের নিকট এসব তুলে ধরতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারন ভোটারকে বোঝাতে হবে।
রবিবার সন্ধ্যারাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা স্কর্লাস একাডেমী প্রাঙ্গনে স্থানীয় ওয়ার্ড আ,লীগের সভাপতি সাবেক সেনাসদস্য সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সম্পাদক ও কুসুম্বার চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আ,লীগের সভাপতি এসকে আব্দুল হক, স্থানীয় আ,লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জামাত আলী মন্ডল, সাবেক ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি সহ অনেকেই।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সার্বিকভাবে আয়োজন করেন বাগজানা ইউনিয়ন কৃষকলীগের উদীয়মান তরুণ পরিশ্রমী সংগ্রামী আহবায়ক ও আগামীতে নৌকা মার্কায় বাগজানা ইউপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ রাসেল কবীর। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মির মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।