
জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রায় সাড়ে ৩’কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবির ছোটমানিক ইউসুফিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার নবনির্মিত আধুনিকমানের চারতলা একাডেমি ভবনের উদ্বোধন হয়। গত সোমবার বিকালে লাল-নীল ফিতা কেটে দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে নবনির্মিত প্রতিষ্ঠানে প্রবেশ করে অতিথি শিক্ষক/শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের চতুর্থতলায় এক আলোচনা সভায় জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদুর সহধর্মিণী ও অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মেহের নেগার শিউলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী বায়েজি বোস্তামী, উপজেলা আ,লীগের সম্পাদক ও কুসুম্বা ইউপির চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও মাদ্রাসার সুপার মেহেরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার সুধীজন।