
জয়পুরহাট প্রতিনিধিঃ জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্নয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলায় ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মশলা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের নবাগত সিভিল সার্জন ডা. মোঃ আকুল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ নুরুন নাহার নাজমী, জুনিয়র কনসালটেন্ট(গাইনি), ডাঃ মোঃ নুরুল আমিন শিমুল, আবাসিক মেডিকেল অফিসার,
ডাঃ হুসনিয়ারা পারভিন, মেডিকেল অফিসার ও ডিজিজ কন্ট্রোল ও মামুন হাসান, জেলা সমন্বয়কারী(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, শাহবাগ, ঢাকা।
কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বা স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী জরায়ুর মুখের ক্যান্সার পুর্ব ব্যাবস্থার ভায়া পদ্ধতি পাশাপাশি এইচপিভি পরীক্ষার ব্যবস্থা থাকলে তা আরো নির্ভূল ভাবে ক্যান্সারে জীবাণুর উপস্থিতি নির্নয় করা সম্ভব। রোগীরা একবার স্ক্রীনিং কেন্দ্রে গেলে নিয়মিত সেবা পাবেন, কারন পজিটিভ নারীদের চিকিৎসা সহজতর হবে।