সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

পাঁচবিবি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতী

আপডেট:

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকার বাসিন্দা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী কর্তৃক প্রতিবেশীদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পৌরসভার কাজে বাঁধা দেওয়া ও পৌরসভার কর্মচারীদের লাঞ্ছিতের ঘটনা ঘটে। এঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতী ও সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভা কার্যালয়ের প্রধান গেট বন্ধ করে প্রায় ঘন্টাব্যাপী এই কর্মবিরতী পালান করেছেন। কর্মবিরতী চলাকালীন সময়ে পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন। কর্মবিরতী চলাকালীন সময়ে পৌরসভার কর্মচারী গাজী বলেন, কয়েকদিন আগে শহরের ঢাকাইপট্রি এলাকার বাসিন্দা শিল্পী তার বাড়ীর গেটের সিঁড়ি নির্মাণ করায় এলাকাবাসী যাতায়াতের অসুবিধা হচ্ছে মর্মে পৌরসভায় অভিযোগ করেন। পরে মেয়র মহোদয়ের মৌখিক নির্দেশে আমি ও মান্নান নামে এক কর্মচারী ঘটনাস্থলে গিয়ে মালামাল অপসারণ করা হয়। পুনরায় সিঁড়ি নির্মাণের চেষ্টা করলে আমরা আবারও ঘটনাস্থলে গিয়ে সিঁড়ির মালামাল অপসারণ করি এবং তাকে নিষেধ করি। এসময় তিনি কর্মচারী মান্নানকে চড় থাপ্পর মারেন এবং আমাকেও লাঞ্ছিত করেন। কর্মচারী মান্নান বলেন, আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আমি সেটাই করেছি। অথচ আমাকে চড় থাপ্পর মেরেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত