
শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা
খুলনা পাইকগাছার কপিলমুনি কাশিমনগর পানি পরিশোধন প্লান্ট স্থাপন ভিডিসি স্কীম এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার বিকালে ফলক উন্মোচন করার মধ্য দিয়ে পরীক্ষামূলক পানির প্লান্টির শুভ উদ্বোধন করেন। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, বিআরডিবি’র পিআরডিপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, বিআরডিবি খুলনার উপ-পরিচালক একেএম আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউসিসি লিঃ এর চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, আওয়ামী লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, অধ্যক্ষ শিমুল বিল্লাহ, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, আকরামুল ইসলাম, মৃগাঙ্গ বিশ্বাস, গৌতম রায়, শিপ্রা বিশ্বাস, ছাত্রলীগনেতা রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা ও অহিদুজ্জামান। উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি-৩) এর আওতায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর শিপ্রা বিশ্বাসের বাড়ীর পাশে সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে পানি পরিশোধন প্লান্ট স্থাপন ভিডিসি স্কীম স্থাপন করা হয়েছে।