মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

পাইকগাছায় অধ্যক্ষের চেকের মামলায়  জেল

আপডেট:

শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা
খুলনার পাইকগাছায় অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল রায়।পাইকগাছা পৌরসভার বাতিখালি গ্রামের বাচ্চু মোড়লের করা ৩ লাখ ৬৭হাজার ৫’শ টাকার দায়ের করা মামলায় এ রায় প্রদান করেন বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, কয়রা উত্তর চক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী। তিনি জমি বিক্রির উদ্দেশ্যে বাচ্চু মোড়লের কাছ থেকে চেক মাধ্যমে ৩ লাখ ৬৭ হাজার ৫’শ টাকা গ্রহণ করেন। বিভিন্ন সময় তাগাদা দিলেও জমি বা টাকা ফেরৎ না দিয়ে নানা তালবাহানা করেন।একপর্যায়ে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে ২০১৪ সালে ৮ ডিসেম্বর মামলা করেন। বিজ্ঞ আদালত বুধবার আসামীর অনুপস্থিতিতে শুনানি শেষে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেখা বিশ্বাস জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত