
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ১৯.০৯.২০২৩
মানুষের চরিত্রে বহুগামিতা দারুন ভাবে দ্রবীভূত। নারী-পুরুষের সবার বেলায় এ কথা প্রযোজ্য! পুরুষ তার anatomy structure এ সামর্থ্যবান, শক্তিশালী একজন নারী থেকে, সৃষ্টি রহস্য এমন ই! সে শক্তি বলে নারী dominated পুরুষ দ্বারা, সাথে যোগ হয়েছে ধর্মের বন্ধন ৪/৫/৬ হাজার বছর ধরে! কোন কোন ধর্মে নারীকে একদম ঘরের বাইরে যাওয়া চলবে না, ব্যবহার অনেকটা পাচক আর কোলবালিশ বরাবর, কোন কোন ধর্মে কিছুটা স্বাধীনতা থাকলেও সম্পত্তির ভাগবাটোয়ারা বড় বৈষম্য। আসল কথা শিক্ষাদীক্ষা না হলে আর্থিক স্বাবলম্বী হয় না নারী, তাই নির্যাতন মেনে থাকতে হয়!
কেন নারী নিরুপায় সমর্পিত পুরুষের হাতে? বড় কারন নারী স্বভাব হচ্ছে একটা সুশৃঙ্খল জীবন এবং বটবৃক্ষ ছায়া, সংসার সন্তান নিরিবিলি আশ্রয়। পুরুষের কাছে সেটা তারা পাবে ভাবে এবং সেই সুযোগটা নেয় পুরুষ!
ছোট ছোট ধার্মিকতা প্রকাশ, নারী কপালে টীপ নিলে গলা ফাটায় এসব ভন্ডরা ও নারী পেলেই গা হাতরায়, মসজিদের ক্যাশ পেলেও চুরি করে। সুযোগের অভাব তাই ঘুষ খাই না কারন জীবনে দশ হাজার টাকা অফিসের হাতায় দেখে নাই, নারী পিএস ছিলো না কোনদিন তাই পরীক্ষা দিতে হয় নাই সততার। কিন্তু বহুগামী সন্দহাতীত ভাবে।
এদেশেই অনেকে আছে যারা ঘরে স্ত্রী কোন দিকে কম না কিন্তু অন্য একজন স্হায়ী রক্ষিতা আছে, একদিন স্ত্রী জানে কিন্তু নড়াচড়া করে না কারন এক বিছানা শেয়ার করা সতীন থেকে দূরে আছে, জেনে ও মেনে নেয়?
নারী ও এমন ইচ্ছে পোষণ করে কিছু শতাংশ কিন্তু সুযোগের অভাব, নিরাপত্তার অভাব, বিরত থাকে আবার কাজ ও সেরে নেয় কেউ কেউ। এসব জানতে প্রখ্যাত লেখক আবুল খায়ের মুসলেমউদ্দীনের গল্প উপন্যাস পড়বেন! ভারতের অনেক নায়কের স্হায়ী রক্ষিতা আছে, কবি সাহিত্যিক লেখক অনেকের ই বহুগামীতা সুযোগের জন্য সৃষ্টি হয়, কেউ কেউ দ্বিতীয়বার প্রেমে পড়েন। অনেক কবি তার বহুগামিতা স্বীকার করেছেন অকপটে!
“তিন ভারত সেরা” লেখক পৃথ্বিরাজের লেখা বইটা পড়বেন, তিন মহানায়ক অফ ভারত হচ্ছেন, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী ও নেহেরু!
এখন ও নারী বন্দী শৃঙ্খলে, এখনও Women are dominated by male! বিশ্বে আগের মত নারী আটকানো নেই, তারা ও বহুগামীতা উপভোগ করছে। শুধু দঃ এশিয়ায় আর আরবীয় দেশগুলোতে নারী বেশী নির্যাতনের শিকার! তবু ও বিদ্রোহী হচ্ছে বেশ একটা অংশ, গেট টুগেদার হচ্ছে, সমকামীতা হছে নারী নারী বিবাহ হচ্ছে!
শারিরীক গঠন ও ইন্টার এ্যাকশনে একজন নারীকে সারা জীবন একজন পুরুষ যৌন সুখ দিয়ে যেতে সব ক্ষেত্রে পুরুষ সামর্থ্য না, সে আবার খান চার নারী নিয়ে কি করে? তাই হয় অতৃপ্ত হিংসা হিংসী, আত্মহত্যা, গরম পানি দিয়ে পুরুষ ঝলসানো, পুরুষ অঙ্গ কেটে নেয়া!
Polygamy and Polyandry family য়ারা পড়েছেন তারা জানেন বিশ্বে এক সময় একজন নারী কয়েক জন পুরুষের সাথে সংসার জীবন কাটাতেন এবং নারী কখনও তার anatomy বলে সে অপারগ না, এখন ও তিবব্ত সহ বেশ কয়েকটা দেশে চালু আছে, ভারতের কোন প্রদেশে ৪/৫/৬ ভাই মিলে এক স্ত্রী।
Polygamy উদাহরণ দিতে তো দূরে যাওয়ার দরকার নাই, আপনি মুসলমান, খান চার বউ আপনার ধর্মীয় দান! আয়ারল্যান্ড ৮০% পুরুষ মহিলা বহুগামী যা সমাজ এবং পরিবারের জ্ঞাত সারে।
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।
পুরুষ নারী একগামীতা ভালো বহুগামিতা জীবনের এক নোংরামি অধ্যায়!