সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

প্রেম ভালোবাসা

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ১৬.০৫.২০২৩

প্রেম ভালবাসা কি? কেন বিনা সূতায় গাথা মালা এত জ্বালায়? কবি সাহিত্যিক লেখক দার্শনিক ভালবাসার তল খুঁজছেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে! ভালবাসা যেমন হিমালয় সম উঁচু তেমনি প্রশান্ত মহাসাগর সম গভীরতা!
এর কান্না আ্যাঞ্জেলা ঝর্না (জলপ্রপাত) সমান! ভালবেসেছি কিন্তু কাদিনী এমন প্রেমিক বিশ্বে জন্ম নেয় নি!

বিজ্ঞাপন

ভালবাসা দুটো হৃদয়ের আত্মিক মেলবন্ধন! প্রেম সবসময় শারিরীক ঘনিষ্ঠতায় উন্মুখ। কিছু ভন্ড লেখক কবি বা মানুষ আছে যার কাম হীন প্রেম বলে বিগলিত হয়, নিষ্কাম প্রেম, পবিত্র প্রেম এসব ভাঁওতাবাজি কথা!
প্রেম সদা পবিত্র উন্মুখ সদা কাম বাসনায়! ঈশ্বর প্রেম, মাতৃ প্রেম ভিন্ন!

ভালবাসা গভীর অনুভূতির প্রকাশ। যিনি যত গভীরে নামতে পেরেছেন তিনি ততটা প্রেম সজ্ঞায়িত করতে পেরেছেন।
রবীন্দ্রনাথ বলেছেন, “হৃদয় হৃদয় যোগ না হলে ব্যর্থ হয় গানের পশরা!

বিজ্ঞাপন

ভালাবাসা দেখা যায় না ছোয়া যায় না অদৃশ্য (invisible) কিন্ত অনুভব করা যায়, জ্বলুনি পোহানো যায়। এটা একটা abstract বিমূর্ত! ভালবেসে মানুষ পাগল হয়, মাতাল হয়, নেশাখোর হয়, আত্মাহুতি দেয়, এবং অপর পক্ষের জীবন ও নেয়! কথাটা হচ্ছে, আমার নয়তো কারো নয়! অদেখা জিনিস এত মূল্যবান কেন? বিশ্বে সবচেয়ে মূক্যবান ধাতু হীরা নয় আ্যান্টিমেটার যার গ্রামের মূল্য ৩৯৪ লাখ কোটি ডলার।
ভালবাসা নাকি তার থেকে দামী। রবীন্দ্রনাথ গাইলেন,
” ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে !”

শ্যাম অদর্শনে ‘রাই’ বিনোদিনী গাইলেন, “সখি শ্যাম বিনে কুঞ্জ বনে সবই আধার!” ইংরেজ কবি সেক্সপিয়ার
ও প্রেম নিয়ে অনেক কিছু করেছেন, ” তার নাটক জুলিয়াস সিজারে নায়ক ব্রুটস যুদ্ধ তাবুতে তার সহধর্মিণী পোর্শিয়ার পদধ্বনি তে নূপুর নিক্কণ শুনতে পেতেন। বাদশাহ শাহজাহান বন্দী অবস্থায় জানলায় চোখ রেখে তাজমহলের দিকে তাকাতেন! তখন মেয়ে জাহানারা একমাত্র সাথী!

আসল সত্য হলো “Love looks not with the eyes but with the mind ” ঠিক এমনি ধর্ম ও চোখ দিয়ে দাড়ি টুপি পৈতা গেরুয়া দেখা যায় ধর্ম দেখা যায় না! ধর্ম আল্লাহর/ভগবান/ঈশ্বরের প্রতি মনের একাগ্রতা বিশ্বাস যা চর্ম চোখে দেখা যায় না, মন দিয়া দেখতে হয় তা হলে সৃষ্টিকর্তার সাথে মিলন হয়। ঠিক মেয়েদের মা বোন হিসাবে মনে এনে শ্রদ্ধা করতে হয় আফগানিস্তানের মত মহিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রীর মাঝখানে একটা কাপড় দিয়ে “কাম ইচ্ছে” বন্ধ করা যায় না কারন এটা চোখের না মনের, পাথরের ঐ প্রান্তেও মন দেখে এবং পাপ উত্তেজনা আনতে পারে।

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত