
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ১৪.১০.২০২৩
ভারত সরকার স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র একমাত্র যুদ্ধ বন্ধের কথা বলেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত প্রধানমন্ত্রী কে তিনি তার পূর্বের বক্তব্য থেকে ফিরে এসেছেন!
এ কথা সত্যি ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ একমিনিটে সমাধান হওয়া সম্ভব! কাল ই যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের ডেকে যদি বলে ফিলিস্তিন একটা আলাদা রাস্ট্র, তা হলে হামাস হিজবুল্লাহ ইসরায়েলের মাটিতে অস্ত্র ফেলে ইসরায়েলের ভাইদের বুকে লাগাবে! একটা রাস্ট্র গঠন করতে রাস্ট্র বিজ্ঞানী “গার্নার” যে সজ্ঞা দিয়েছেন তার সব কিছু ফিলিস্তিনের আছে।
It is required to form a state : 1. People’s 2. Definite territory 3. Government and the Nation Plastanians have been living in same territory long 200 years. তা হলে তাদের দেশ সীকৃতি দিতে বাধা কোথায়?
বাঁধা হচ্ছে “আমেরিকা” নামক দেশটা যারা মানুষের মাংস ঝলসায়ে মানুষের রক্ত ঝোল দিয়ে রান্না করে আর সেই ঝোলে অস্ত্র গোলাবারুদ বিক্রি করে! দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আমেরিকা প্রায় তিন কোটি মানুষ হত্যা করেছে নিজের আধিপত্য বিস্তার করতে! সাত আটটা যুদ্ধে সরাসরি জড়িয়েছে! কম পক্ষে ৩৭ টা দেশে পূঁজি বাদী সরকার হয় নাই বলে মনোমতো সামরিক সরকার বসিয়েছে গনতান্ত্রিক সরকার কে হত্যা করায়। বাংলাদেশ কম্বোডিয়া চিলি ইত্যাদি! ঐ সব জান্তারা কত লোক হত্যা করেছে তা হিসাব ছাড়া! মার্কিন নিজ হাতে তিন কোটি হত্যা করেছে! শুধু চিলির হিসাব টা শুনুন। চিলির আলেন্দের মত গনতান্ত্রিক গরীবের বন্ধু কে হত্যা করে (১৯৭৩ সাল) যে জান্তা “পিনা চোট ” কে ক্ষমতায় বসালো সে ২০ বছর টিকে থাকতে “ষাট লক্ষ” প্রগতিশীল মানুষ হত্যা করেছে ! বাংলাদেশে মুজিবকে হত্যা করতে আলেন্দের হত্যা কারী মার্কিন রাস্ট্র দূত “ফিলিপচেরি” কে বাঙলাদেশে বদলি করে আনে, কিসিঞ্জার বাঙলাদেশ সফর করে এবং মারার পরিকল্পনা শেষ করে দেশে ফেরত যায়! তখন বাঙলাদেশে কারা গোয়েন্দা ছিলো তা শুনলে এক রাত কেটে যাবে।
মুজিবকে হত্যা করে মার্কিন টার্গেট ছিলো জান্তা জিয়া তিনি ২১ ক্যূর পর ২২ তম ক্যূতে দুনিয়া ছাড়েন, তার আগে মার্ক এ্যান্হনীর নোটে বলা হয়েছে জিয়ার হাতে সাড়ে চার হাজার সামরিক (প্রহসন বিচারে) সহ মোট দশ হাজার হত্যা! এই হলো মার্কিন গনতন্ত্র মানবাধিকার মানবতা যে মার্কিন রাস্ট্র দূত “পিটার হাস” আমাদের পড়ায় আর আমরা বোগল বাজাই!
প্রিয় পাঠক, ১৯৪৮ সালে ইসরায়েল রাস্ট্র সীকৃতি পেলো পরের Land এ বাস করে, কেন নিজের Land এ বাস করে ফিলিস্তিন কে রাস্ট্র স্বীকৃতি দিলেন না? বিশ্বে কেন আমেরিকা যুদ্ধ জিইয়ে রাখে কারন তার ৮০০ সামরিক ঘাটির বাৎসরিক খরচ ১৫২ বিলিয়ন ডলার তা তুলতে হয় অস্ত্র বিক্রি করে। যুদ্ধ না থাকলে কে অস্ত্র কেনে? অস্ত্র গোলাবারুদ দিয়ে তো ভাত রান্না করা যায় না। আরো শোনেন মজার কথা, নেতা নেহু নাকি জানতেন ইসরায়েলে হামসসের হামলা হবে, তিনি তা গোপন রেখেছেন! কেন গোপন রেখেছেন, সামনে নির্বাচন মার্কিন গোপন পরামর্শ ইসরায়েলকে দিয়ে কি মার্কিন অস্ত্র কিনতে হবে তা হলে মার্কিন প্রশাসন তাকে ক্ষমতায় আনবে (বিদেশি নিউজ)! মার্কিন সরকার রোজ লোন নিচ্ছে, অস্ত্র গোলাবারুদ বেচাকেনা নাই। যে বোকা মুসলমান রা মোট বিক্রিত বছরের অস্ত্রের ৩৭% কিনতো সে সৌদি আরব যার ভয় দিয়ে কিনতে বাধ্য করাতো সেই ইরানের সাথে মিশে গেছে, মিশর কিনতো ১৭%, কাতার কুয়েত বাহরাইন সব বোকা চালাক হয়ে গেছে রাশিয়া চীনের সংস্পর্শে। তাই পালক পুত্র ইসরায়েলকে অস্ত্র বেচার বুদ্ধি বের করেছে।
প্রিয় পাঠক, এক কথায় অন্য কথায় চলে যাই,
যুদ্ধ পরিস্থিতি —
মার্কিন কি সরাসরি যুদ্ধ মাঠে আসবে? উত্তর — N O.
ইসরায়েলকে তিন দিকের আক্রমণ মোকাবিলা করতে হবে
১. হামাস (গাঁজা সাইড)।
২. হিজবুল্লাহ (লেবানন সাইড)
৩. সিরিয়া সাইড যাকে রাশিয়া ভরপুর করে রেখেছে।
ইতিমধ্যে রাশিয়া চেচেন মুসলমান আলকাদিরবভ কে মধ্যপ্রাচ্যে প্রবেশ করায় ফেলেছে।
মনে রাখবেন একমাত্র মুসলিম দেশ পাকিস্তান পরমানু শক্তি ধর যা আপনারা জানেন তা ভুল! ইরান, পাকিস্তান, সিরিয়া, তুরস্ক সবাই পরমানু শক্তিধর, এমনি বাঙলাদেশ ও হয়ে যাবে একই ভাবে। চীন প্রস্তুত. রাশিয়া সবাই আমেরিকা কে মানকার চীপায় চাইতেছে। ১৯৭১ সালে সপ্তম নৌবহর ভূমধ্য সাগর থেকে রাশিয়ার নবম নৌবহর ভারত সাগরে আংশিক মোতায়েন শুনে পালিয়ে ছিলো।
ভারত এখন আরবীয় ২৭ দেশ তথা ফিলিস্তিনের পক্ষে কাজেই এশিয়াতে মার্কিন কোন খানা নাই, হতে পারে এবারেই তার পালক পুত্র ইসরায়েলকে নিয়ে পালাতে হবে!