সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

ফেনী জেলা সমিতি ইতালী বার্ষিক বনভোজন

আপডেট:

 

মধ্য ইতালির কাপুদিমন্তের প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত হয়েছে ফেনী জেলা সমিতি ইতালীর বার্ষিক বনভোজন। ৭ টি বড় বাস ও তিনটি গাড়ি নিয়ে প্রায় ৪০০ শতাধিক ফেনীবাসী ও রোমের বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে পরিণত হয় যেন এক টুকরো বাংলাদেশ।

বিজ্ঞাপন

ফেনী জেলা সমিতি ইতালীর সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সহ উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আক্তার হোসেন চৌধুরী শিমুল।

এসময় অতিথি হিসেবে ফেনী জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা আহমেদ নাঈম, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, মান্নান হীরা, নোয়াখালি সমিতির সভাপতি নুরুল আবছার, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন ,বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিমসহ অত্তাভিয়ানো ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা পারস্পরিক সহযোগিতায় আরও বড় পরিসরের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এছাড়া ও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, জাকির হোসেন, আবু সাঈদ কাবলু, সহ সভাপতি মিজানুর রহমান, মহি উদ্দিন দাউদ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন, মোহাম্মদ জাভেদ, রাশেদুল ইসলাম , মাহফুজ আহমেদ, একরামুল হক খোকন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক আবদুল করিম বাবলু, ধর্ম সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, সহ সম্পাদক ফয়সাল আসিফ, সহ-প্রচার সম্পাদক শামছু উদ্দিন, ক্রীড়া সম্পাদক বুলবুল সহ অনেকে ।

 

বনভোজনে শহরের কর্মব্যস্ত জীবনের ফাকে গ্রীষ্মের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী সহ অতিথিবৃন্দ আনন্দময় সময় উপভোগ করে।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা ,মহিলাদের বালিশ খেলা, পুরুষদের হাড়িভাঙ্গা খেলা ও র‌্যাফেল ড্র । এসময় সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

প্রবাসীরা বনভোজনে এক ঘেয়ামী জীবনের বাইরে এসে, আনন্দঘন মুহুর্ত উপভোগ করেন। এমন আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত