সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হলেন – এ কে এম দেলোয়ার হোসেন

আপডেট:

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন।

 

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি -সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মোঃ জাফর ইকবাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে উপদেষ্টা হিসাবে মনোনীত করেন।

এ কে এম দেলোয়ার হোসেন কে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ জাকির হোসেন বাদল ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মোঃ জাফর ইকবাল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি আইসিএমএবি থেকে ফেলো অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (এফসিএমএ), বিআইএম থেকে কম্পিউটার সায়েন্সে পিজিডি এবং বিপিএটিসি থেকে অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসিএডি) সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি, রূপালী ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেলোয়ার হোসেন দেশ-বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত