
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২৮.০৯.২০২৩
২০২১ সালের ২০ শে জানুয়ারি জো বাইডেন স্যার যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন! তিনি ক্ষমতায় এসে তার যুদ্ধ বাহিনী N A T O কে সংগঠিত করতে ব্রসেলসে সভা ডাকেন! বিমানবন্দরে সাংবাদিকদের
কাছে চীন সমন্ধে স্যারের মন্তব্য ছিলো দারুন আন্তর্জাতিক
শিষ্টাচার বহির্ভূত! এমনি সৌদি আরবের সালমানকে খাসোগী হত্যার ধমক দিয়ে বিগড়ে দিলেন, জোট হয়ে গেলো ইরান সৌদি আরব সহ আরবীয় ২৩ দেশ, তুরস্ক ইরান রাশিয়া এক জায়গায় হলো, এসব সবকিছু ই হুমকি ধামকির ফলে গঠলো হাত ছাড়া হলো ১৯৪৫ থেকে ৭৩ বছরের ঐতিহ্যে সম্রাজ্য বাদী বিশ্ব প্রশাসন।
ডলারের অপমান হলো B R I C S গঠনে, এটাও বাইডেন স্যারের কূটনীতিক ব্যর্থতা! ইউরোপীয় ২৭ টা দেশ তেল-গ্যাস সংকটে শিল্প কল কার খানা অনেক বন্ধ হওয়াও স্যারের দ্রুত চলার নীতির ফল। জার্মান রাশিয়ার গ্যাস পাইপ লাইন অকেজো করা ও ইউরোপীয় দেশগুলোর দ্রব্য মূল্য বাড়লো তিনগুণ! আফ্রিকান দেশগুলো আমেরিকা বিরোধী অংশ প্রকাশ্যে এলো, B R I C S এর বড় উদ্যোগে ল্যাতিন আমেরিকার দেশ এটা স্যারের প্রতিবেশী অসন্তোষ প্রকাশ্যে এলো। তেলের জন্য ভেনিজুয়েলা ইরানের কাছে মার্কিন ধর্না দেউলিয়াত্বের প্রমান! বাংলাদেশ কে মার্কিন জীবনে ১৯৭১ থেকে আজ
অবধি কোন উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করা হয় নাই কারন মার্কিন প্রশাসন এদেশের অস্হিত্ব স্বীকার করে না বলে “জিয়াকে” এরশাদ কে কোন সাহায্য করে নাই অথচ
মুজিব কন্যাকে গভীর সমুদ্রের তেল-গ্যাস অনুসন্ধানে, ২৫ বিলিয়ন, অন্য খাতে ৫৪ বিলিয়ন প্রতিশ্রুতি আছে দিবেন তা এখন ও আমি নিশ্চিত নই!
বাংলাদেশ একটা নিরপেক্ষ দেশ তাকে চীন রাশিয়া ব্লকে ঠেলা দেয়া ও ব্যর্থতা!
দুর্বল গরীব দেশটাকে পদপিষ্ট করার সব প্রচেষ্টা চালানো হচ্ছে ! আওয়ামী সরকার নিক্সন কিসিঞ্জার স্যারের থেকে বাইডেন স্যার কারোর পছন্দ নয়। এশিয়া কন্ট্রোল রাখতে একটা সামরিক ঘাটি দরকার এবং বাংলাদেশ সে জন্য
প্রথম চয়েজ তাই এখানে গনতন্ত্র মানবাধিকার নিয়ে মার্কিন তত্পরতা। “আমাদের কথা শোনো না হয় ক্ষমতা ছাড়ো।”
স্যারের সফলতা কম নয়, পাকিস্তানের ইমরানকে তাড়ানো,শ্রীলঙ্কার মাহিন্দা রাজাকাপাশা কে চীন প্রীতির খেসারত,, ৭০ দশক থেকে কম পক্ষে ৩৭ দেশে যুদ্ধ বিগ্রহ সরকার বদল ইরান মিশর ইউক্রেন বাংলাদেশ চিলি ভারতের ইন্দ্রা ও বাংলাদেশ সমর্থনের জন্য, বিশ্বে ৭৩ বছরের একছত্র শাসন কাঠামো ঠিক রাখতে প্রায় ৩ কোটি মানুষ হত্যা একক মার্কিন শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সেই শ্রেষ্ঠত্ব ও ডলার শ্রেষ্ঠত্ব দুটোই শ্রদ্ধাশীল মার্কিন নেতার হাতে শেষ হলো ! —- ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান “জোসেফ বোরেল” বলেছেন, পশ্চিমা বিকল্প বিশ্ব নিয়ন্ত্রণে ভবিষ্যতে চীন রাশা ও তার মিত্র রা এগিয়ে আসছে আর্থিক ও সামরিক বড় সামর্থ্য নিয়ে!
প্রিয় পাঠক, আমেরিকা যাকে টার্গেট করে তার পিছে লেগে থাকে, তাদের ব্যবসাবানিজ্য আটকায়, রিজার্ভ আটকায়, সরাসরি আক্রমণ চালায়, সরকার পরিবর্তন প্রথম টার্গেট! বাংলাদেশের সামান্য কয়েক বিলিয়ন রিজার্ভ ওয়াশিংটন রিজার্ভ ব্যাংকে গার্মেন্টস, জিএসপি সুবিধা আইএফসি বিশ্ব ব্যাঙ্ক লোন মার্কিন হাতে। হিলারির ১১ লক্ষ ডলার ঘুষ
নেয়া শুনে আমি ‘থ’! তা হলে ন্যায় মার্কিন থেকে কখনও পাবেন না অতএব আমাদের সামর্থ্যের দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বাকবিতন্ডায় না জড়ালে ও পারতেন! বাঙলা মা তথা ভারত মাতা যেমন সুভাষ মুজিব সূর্য সেন প্রীতি লতা ক্ষুদিরাম ফকির মজনু শাহ শরীয়ত উল্লাহ তিতুমীর রবীন্দ্র নজরুল ডঃ মানিক টিপু সুলতান মীরা বাঈ গর্ভে ধারন করেছেন তেমনি মীর জাফর মীর সাদিক মোস্তাক দের ও গর্ভে ধরেছেন! সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে আরও সতর্কতা র সাথে আলাপ করা প্রয়োজন তেমনি রোজকার রাজনৈতিক নিরাপত্তা সামরিক সবদিকে Over alert থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি যেমন আরাম প্রিয় আবার গোলামী চরিত্র রক্তে বহমান!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন!