মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

বাঁশখালীতে ২৪ ঘন্টার অভিযানে ২০ জন আসামী গ্রেফতার, ৭ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট:

বাঁশখালী থানা পুলিশ এর অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ জনগ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১২ জন, নিয়মিত মামলায় জন সহ মোট ২০ আসামী গ্রেফতার করেন বাঁশখালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা  পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ (বিপিএম)এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব মো. কামাল উদ্দিন (পিপিএম) এর তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার (১৮ মে) সকল থেকে শুক্রবার (১৯ মে) সকাল পর্যন্ত ২৪ ঘন্টা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়িস্থ ফুটখালী ব্রীজ সংলগ্ন প্রধান সড়কে অভিযানে হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ গ্রেফতারকৃত আসামীরা হলেন, ০১আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউপির ৬নং ওয়ার্ড জুইদন্ডী চৌমুহনী এলাকার মৃত আলী আহমদ ও রেজিয়া বেগমের ছেলে  মোঃ শহিদুল ইসলাম (২০), ০২ (শহিদুল ইসলামের মা) মৃত আলী আহমদের স্ত্রী রেজিয়া বেগম (৪৫)০৩  কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির ৯নং ওয়ার্ড কুলাল পাড়ার মৃত আব্দু শুক্কুরের স্ত্রী ও মৃত ইসলামের মেয়ে মেহেরুন্নেসা (৪৭)

বিজ্ঞাপন

সিআর ৩০/১৮ এর পরোয়ানা মূলে বাঁশখালী উপজেলা ছনুয়া ইউপির ১ নং ওয়ার্ডের মৃত সৈয়দ আহমদের ছেলে মোঃ ইউনুছ।

জিআর৩৩১/২০ এর পরোয়ানা মূলে থানাধীন সরল ইউপির ১নং ওয়ার্ড মোক্তার আহমদের বাড়ীর মৃত রহমত উল্লাহ প্রকাশ টুনু মিয়ার ছেলে সফিউল্লাহ প্রঃ বাদশা মিয়া (৩৫)

সিআর ১২৬৮/২২ এর পরোয়ানা মূলে থানাধীন জঙ্গল নাপোড়া ভিলেজার পাড়ার মৃত বদি আলমের ছেলে  মোঃ কামাল উদ্দিন

সিআর ২৭৩/২৩ এর পরোয়ানা মূলে থানাধীন মানিক পাঠান এলাকার ঠান্ডা মিয়ার ছেলে ছুরা আহমদ ও একই এলাকার মৃত নুর আহমদের ছেলে মো. আনছার

সিআর নারী শিশু মামলা নং৫৫১/২২ এর পরোয়ানা মূলে থানাধীন পশ্চিম চাম্বল উত্তর মুন্সিখীল পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে মোঃ সৈয়দ নুর।

জিআর ২৫/৯৮ এর পরোয়ানা মূলে থানাধীন গন্ডামারা ইউপির পূর্ব বড়ঘোনার মো. তমিজ উদ্দিনের ছেলে মোরশেদুল আলম ও একই এলাকার আহম্মদ আলীর ছেলে মনজুর আহমদ

সিআর ৪৩৯/২৩ এর পরোয়ানা মূলে থানাধীন মনিকিচর এলাকার মো. আলীর ছেলে আতিকুর রহমান

জিআর ২৮৬/১৪ এর পরোয়ানা মূলে থানাধীন ছনুয়ার মৃত নুরুল আলমের ছেলে ইউছুপ নবী

সিআর ৫৪১/২২ এর পরোয়ানা মূলে থানাধীন পূর্ব পুঁইছড়ী ছুনু মার্কেট এলাকার মৃত শাহ আলমের ছেলে মেহের আলী

এছাড়াও

বাঁশখালী থানার মামলা নং২৫, তারিখঃ ১৮/০৫/২০২৩, ধারা৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৪২৭ ৩৭৯/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী থানাধীন পশ্চিম চাম্বল ১নং ওয়ার্ডের  মৃত লেদু মিয়া ও নমিনা খাতুনের ছেলে মোহাং আলমগীর প্র: মুন্সিয়া (৩৬)

থানার মামলা নং২৭, তারিখঃ ১৮/০৫/২০২৩, ধারা৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬() পেনাল কোড এর এজাহার নামীয় আসামী  থানাধীন শেখেরখীল ২নং ওয়ার্ডের মৃত লেদু মিয়ার ছেলে  মোহাং ইদ্রিস (৪২) মোঃ জামাল উদ্দীন (২৯)

থানার মামলা নং২৮, তারিখঃ ১৮/০৫/২০২৩, ধারা৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল এর এজাহার নামীয় আসামী বাঁশখালী পৌলসভার ৩নং ওয়ার্ড উত্তর জলদী ছৈয়দ বাহার উল্লাহ পাড়ার নবাব আলী ছেলে নুরুল আবছার (২৬) ও মোঃ সাকিব (২০)কে গ্রেফতার করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  মো. কামাল উদ্দিন (পিপিএম) বলেন, ২৪ ঘন্টার বিশেষ অভিযানে থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার পলাতক আসামী এবং গ্রেফতার পরোয়ানাভুক্তসহ ২০জন আসামীকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত