
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৫.০৭.২০২৩
বাংলাদেশের গত নির্বাচন হয়েছিলো ৩০ শে ডিসেম্বর ২০১৮, ডিসেম্বর ২০২৩ , ১২ তম জাতীয় নির্বাচন হওয়ার কথা! ইতিমধ্যে জাতীয় পার্টি, জামাত ইসলাম , নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ৮৫% সম্ভাবনার কথা জানা গেছে! জানা মতে বিএনপি নেত্রী খালেদা জিয়া
নির্বাচনের পক্ষে তবে তাদের দল এখন ও তত্বাবধায়ক সরকার চান, আবার আমেরিকা মুখী আদেশ উপদেশ নির্ভর চিন্তা ভাবনা আছে! এই মুহূর্তের সংবাদ অনুসারে আমেরিকা খুব ই ঝামেলায় আছে!
১. ইউনাইটেড ন্যাভাল ফোর্স থেকে “সংযুক্ত আরব আমীরাত” বের হয়ে গেলো, যার হেড অফিস ছিলো বাহরাইন! ইসরায়েল দারুন একা হয়ে গেলো সন্দেহ নাই।
২. ইরান জাতিসংঘের ভোটাধিকার ফিরে পেলো ১ কোটি ৬২ লাখ ডলার বকেয়া শোধ করে! ইরান সদস্য হয়েছিলো ১৯৪৫ সালে, বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর। সদস্য নাম্বার ১৩৬, মোট সদস্য হচ্ছে ১৯৩ রাস্ট্র।
তার মানে বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কমনওয়েলথ সদস্য, ওআইসি সদস্য সবই “মুজিবের” হাতে হয়েছে!
কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু!
৩. চীন, ইরান, রাশিয়া, সৌদিআরব জোটে পাকিস্তান যোগ দিলো!
সব কিছু মিলে আমেরিকার বাংলাদেশ কে চাই! সেন্ট মার্টিন বা ৩৮ টা জেগে উঠা একটা দ্বীপ হলে সারা এশিয়া কানধরে উঠ বস করাতে পারে! আগের মত পরিস্থিতি থাকলে ইরাকের মত রাসায়নিক অস্ত্র আছে বাংলাদেশে বলেই আক্রমণ চালায় দিতো, ু মুহূর্তে সেই সাহস পাচ্ছে না কারন চীন রাশা ইরান ভারত তুরস্ক কেউ তা মেনে নিবে না! প্রিয় পাঠক, রাগ করবেন না, সত্য সহ্য করার, স্বীকার করার অভ্যাস করুন। আমেরিকার হাতে শেষ তুরুপের তাস বিএনপি কে ক্ষমতায় আনা! আমেরিকায় বিএনপির যে লবিষ্ঠরা বসে আছেন, ডঃ ইউনূসের মত তারা এতদিনে সেন্ট মার্টিন কনট্রাক্ট সেরে বসে আছেন কারো কারো অভিমত!
প্রিয় পাঠক, আপনি যতটা বাংলাদেশ কে ভালবাসেন আমি কি ততটা বাসি? ‘মুজিব’ যতটা বাংলাদেশ কে ভালবাসতেন ‘জিয়া’ কি ততটা বাসতেন? নিজের বুকে হাত দিয়ে বলেন? আমেরিকা এত উঠে পড়ে লাগার পিছনে বিরাট স্বার্থ নিহিত!
১. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আটকাতে চেয়েছিলো কে?
২. সপ্তম নৌবহর পাঠিয়েছিলো কে?
৩. ইন্দ্রা গান্ধী কে “বুড়ো কুত্তী” বলেছিলো কে?
৪. জাতিসংঘে ভুট্টা কে পোল্যান্ডের প্রস্তাব ছিড়ে ফেলার সাহস যুগিয়ে ছিলো কে?
৫. চীন কে ভারত আক্রমণ করতে বলেছিল কে?
৬. ১৯৭৪ সালে কেনা চাল বঙ্গোপসাগর থেকে ফেরত নিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলো কে?
৭. মুজিব কে হত্যা করতে চিলির আলেন্দের হত্যা করা মার্কিন রাস্ট্রদূত “ফিলিপচেরি” বাংলাদেশে বদলি করে বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছিলো কে ( আপনার শুধু মোস্তাক জিয়াকে চিনেন, পিছের কুশীলব কে চিনেন না)!
৮. মোস্তাককে মার্কিন দূতাবাসে আশ্রয় নিতে বলেছিলো কে?
৯. ইন্দ্রাগান্ধী কে হত্যা করালো কে?
এই সব ‘কে’ র উত্তর ‘যিনি’ তিনি এদেশে নিজ ক্ষমতা মজবুত করে এশিয়া নিয়ন্ত্রণ করতে চায়! তিনি তা করবেন যে কোন কিছুর বিনিময়ে এবং সিরাজুদ্দৌলা, টিপু সুলতান কে যেমন নিজ দেশের লোকেরা বেঈমানী করে পরাজিত করে ২০০০ বছর গোলামী করিয়েছে
আপনারা এমন একটা সন্ধিক্ষণে আছেন!