
বাংলাদেশ আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, গোপালগঞ্জ জেলা সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যার্টনি জেনারেল, ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম দাউদুর রহমান মিনা।
কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট এ.কে.এম দাউদুর রহমান মিনা। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তার আস্থার প্রতিপালন করবো ইনশাল্লাহ। যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার আমলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতায় আবারো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে এদেশের আপামর জনতাই চাচ্ছেন। তাই আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’
সদস্যপদ লাভ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিলসহ আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অ্যাডভোকেট এ.কে.এম দাউদুর রহমান মিনা।