
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২২.০৬.২০২৩
আমেরিকা তার ‘বিদেশ মন্ত্রী ব্লিঙ্কেন’ কে সৌদিআরব
পাঠিয়েছে তার তিন নাম্বার বাচ্চা “ইসরায়েলের”
সাথে সৌদি বন্ধুত্ব গাঢ় করার জন্য সাথে ধমক দিতে ছাড়ে নাই! তোমার দেশে মানবতা লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কিছু লোক ইসলাম না জেনে ইসলামের সো কল্ড হোল সেল লাইসেন্স নিয়ে কাউ কে
নাস্তিক কাফের বলে, আমেরিকা ও মানবতা গনতন্ত্রের
সো কল্ড লাইসেন্স নিয়ে আসছে!
যুবরাজ সালমান বলেছেন,
১. আমাকে পরামানিক অস্ত্র বানাবার পক্ষে ভোট দিতে হবে।
২. ফিলিস্তিনদের ১৯৮০ সালের আগে সীমানা ডিমারকেশন ফিরিয়ে দিতে হবে!
সূত্র ঃ নিউইয়র্ক টাইমস।
ঠিক একই ভাবে বাঙলাদেশের প্রধানমন্ত্রী শক্ত অবস্হান নিয়েছেন!
১. আমেরিকা ছাড়া আরো মহাদেশ আছে সেখানে যাবো প্রয়োজনে!
২. আমাদের যারা নিষেধাজ্ঞা দেয় তাদের ও আমরা নিষেধাজ্ঞা দেব, (রাশিয়া আমেরিকা কে স্যাংকশন দিয়েছে)
৩. বাংলাদেশের প্রথম স্যাটালাইট আমেরিকান প্রযুক্তি, কোটি কোটি টাকার ব্যবসা করেছে। কাল পরশু দ্বিতীয় স্যাটালাইট চালু হবে, আমেরিকাকে কাজ দেয় নাই, ফ্রান্স স্যাটালাইট কাজ পাবে অনেক এগিয়েছে আলোচনা!
৪. এখন আর সেন্টামার্টিন চায় না বরং বাংলাদেশ “নেভাল শক্ত ঘাটি” করতেছে সেন্টমার্টিন!
৫. আমেরিকার নিষেধ সত্তেও বাংলাদেশ ডলারের বিপরীতে আগষ্ট মাসে B R I C S এ যোগদান করতেছে।
যেখানে আছে রাশিয়া চীন ভারত দক্ষিণ আফ্রিকা ব্রাজিল সহ ২৭ দেশ আপাততঃ!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।