
রণিকা বসু (মাধুরী)
বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীর নালুয়া বাজার থেকে মোঃ আকরাম হোসেন (৪৫) পিতাঃ আলম উদ্দিন গ্রাম আড়ুয়াডিহি নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ১৩ মে চিতলমারী উপজেলার নালুয়া বাজার তুহিন শেখ (২৫) পিতাঃ ঠান্ডা শেখ এর চায়ের দোকান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,শনিবার সকাল ৯:৩০ মিনিটের সময় প্রতিদিনের ন্যায় তুহিন দোকানে যায়,দোকানে আকরাম হোসেন রাতে ঘুমাতেন। তুহিন গিয়ে আকরামকে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়াশব্দ নেই।তখন তুহিন লোকজন ডাক দেয়, ভেতরে ঢোকার চেষ্টা করে, টিনের ফাঁকা দিয়ে দোকানের ভেতরে আছে দেখতে পায়। তারপর থানায় জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
নিহতের ভাই জানান,তার ভাইয়ের আগে থেকে বুকে ব্যাথা ছিল। সে রাতে বাড়িতে থাকতো না।হোটেলে খাবার খেয়ে রাতে তুহিনের চায়ের দোকানে ঘুমাতেন।
চিতলমারী থানার অফিসার ইন চার্জ এ এইচ এম কামরুজ্জামান খান বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।