
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলায় দশ বছরের নিজের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।মামলার পরে পুলিশ অভিযুক্ত বাবা সাইফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় সদরের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট কাজের জন্য হোটেলে যায় ভুক্তভোগী শিশুর মা। ওইদিন বাড়িতে কেউ না থাকায় তার বাবা মেয়েটির হাত ধরে ঘরে নিয়ে যায়। খাটের ওপর শুয়ে মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি কান্না করলে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে মেয়েটি তার পায়জামা ওয়ারড্রোবের ভেতরে রেখে দেয়। ঘটনার এক মাস পর ওয়ারড্রোব খুলে ওই পায়জামায় খারাপ কিছু দেখে মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় তার মাকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মেয়েটির মা বাদী হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে পাঠানো হবে।