সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

বিএনপির রোড মার্চ; বেলা বাড়ার সাথে সাথে ভীড় বাড়ছে

আপডেট:

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ পৌছাবে আজ দুপুরের দিকে। মিরসরাইয়ের পথসভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা ভোর থেকে সমবেত হতে শুরু করেছ। বৃহস্পতিবার সকাল ১১টা দিকে দেখা গেছে বৃষ্টি উপেক্ষা করে কয়েকশ নেতাকর্মী সমাবেশ স্থলে অবস্থান করছে। অনেকেই তাবু টাঙ্গিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য এমএ জিন্নাহর বাড়িতে অবস্থান করছে। বেলা যত বাড়ছে সভাস্থলে বাড়ছে জনসমাগম।

 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করবে বিএনপির রোডমার্চ। বৃহস্পতিবার বেলা ১২টায় মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্থায়ী কlমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত