
মিরসরাই সংবাদদাতা।।।
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) বিকেলে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিরণ এর যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আফছার বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, সদস্য আফছার চৌধুরী সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। পুনরায় আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন। তবে তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্যে বিভিন্ন রাগ ক্ষোভ প্রকাশ করেন। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান করেন নেতৃবৃন্দ।