
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০২.১১.২০২৩
শত্রুতা কখনো দূরের কেউ করে না আপনজন ছাড়া! যুগযুগান্তর ধরে দেখা গেছে বিশ্বাসঘাতকতা দূরের কেউ করে না আপনার আপনজনই বড় বিশ্বাসঘাতক! কার্ল মার্ক্স বলেছিলেন, “চিহ্নিত শত্রু বিপদ না বুকে থাকা লোকটা বড় বেঈমান যা আপনার সততাকে পূজি করে আপনাকে শেষ করতে সময়ের অপেক্ষা করছে”!
কতবছর আগে এগুলো পড়েছি, আমল দেই নি, বাস্তব জীবন অভিজ্ঞতা জ্যামিতির মত কোণ মিলিয়ে দিলো!
১. এলোপাতাড়ি বুলেটে নেপালের রাজা ” বীরেন্দ্র” ও তার পরিবারের ২০ জন লোককে যে মাটিতে লুটিয়ে ফেললো সে তার বড় ছেলে “দীপেন্দ্র” দূরের কেউ নয়!
২. ১৯৭৫ সালে সৌদি বাদশাহ “ফয়সালকে” বুকে মিলতে যেয়ে বুলেটে বাদশাহর বুক যিনি ঝাঁঝরা করলেন তিনি তারই ভাইপো।
৩. ইন্দ্রাগান্ধীকে তারাই হত্যা করলো যারা সবসময় তাকে অন্যের বুলেট থেকে রক্ষা করতেন এবং প্রায় ই এক টেবিলে নাস্তা (breakfast) করতেন!
৪. মুজিব কে তাদের ষড়যন্ত্রের বলি হতে হলো যিনি আগের রাতে বাসা থেকে তরকারি এনে মুজিব পরিবারকে ডিনার করিয়েছেন!
অন্য জন বলতেন, “স্যার আপনার শত্রুর আপনার কাছে পৌঁছাতে আমার লাশের উপর দিয়ে যেতে হবে!
৫. আমি ১৯৭৯ সাল থেকে আর্টিকেল লিখি, বিচিত্রা দৈনিক বাংলা, সচিত্র সন্ধানী, উন্মাদ।
কবি শামসুর রহমান তখন প্রথম দুটোর সম্পাদক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্লগ টুইটারে লিখেছি প্রচুর!
পত্রিকা সাপ্তাহিক ষান্মাসিক ছিলো পাশাপাশি।
বিদেশে বসে ও লেখা বন্ধ হয় নাই। ১২ জন ব্লগার হত্যার পর বাসা পরিবর্তন করে জীবন সেভ করি এবং সহধর্মিণীর বকাঝকায় ব্লগে লেখা বন্ধ করি (তুমি ও মরবে আমাদের ও মারবে)!
ফেজবুক এসে যে লোকটা আমাকে ” চিতলমারী সাহিত্য, “বাগেরহাট সাহিত্য পরিষদ” খুলতে অনুপ্রেরণা জোগান এবং তাকে admin করে (নাম ভুল ছিলো)আমি পদহীন লেখক ছিলাম, তিনি কেন কোন অপরাধে আমাকে কোন কোন আইডি তে ব্লক করলেন এমন কি আমার আইডি হ্যাক ও করালেন, অপরাধ অজানা আজও।
মজার কান্ড যে ছেলেটা আমাকে কম পক্ষে ৫ বছর বাবা ডাকে, আমি এবং আমার পরিবার তাকে সন্তানতূল্য ভালোবাসি, আমার একমাত্র ছেলে কখনও তার নাম ধরে বলে অমুক ভাইয়ার খোঁজ খবর রাখো না? যে আমার অনিয়ম ভুলত্রুটির শাসন করে সে “হঠাৎ লেগে গেলো “বাগেরহাট সাহিত্য পরিষদের ” পিছে যাতে আইডিটা না চলে” বন্ধ হয়ে যায়! অপরাধ অজানা!
জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় মানবতা মনুষ্যত্ব গনতান্ত্রিক লোকের সাথে প্রচুর মেলামেশার সুযোগ হয়েছে দেশ এবং বিদেশে, তাই সবাইকে বিশ্বাস করা ও আপন ভাবা মজ্জাগত অভ্যাস! এসব কুটিলতা কেমন যেন অভিনব মনে হয় আর সেই কমিউনিস্ট জনক কার্লমার্ক্স এর উক্তি মনে পড়ে, “বেঈমান, বিশ্বাসঘাতক, শত্রু, দূরে না, ঘরে)!
অপরাধ না জেনেই মারা গেলেন রাজা বীরেন্দ্র, বাদশাহ ফয়সাল, মুজিব ইন্দিরা —- আমি ও
আশ্চর্য হলো, মানব ব্যবহার, নির্লজ্জতা, আচরণ পশু বরাবর হওয়ার আগে ভাবার দরকার নয় কি যে আমার অধিকার কর্তব্য এখানে কতটুকু অপরপক্ষের অপরাধ ই বা কি? এতদিনের ভালোবাসার সম্পর্ক টা কতটুকু স্বার্থে জলাঞ্জলি দিচ্ছি!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।
সৌদি বাদশাহ ফয়সাল।