মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

বিশ্ব একচোখা নির্লজ্জ মানবতা

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তাং ঃ ০৭.০৯.২০২

বিজ্ঞাপন

 

বাঙলাদেশের ডঃ ইউনুস সাহেব কে যারা সুদখোর বলে তাদের আমি প্রশংসা করতে পারি না। সব ব্যাংক ই সুদ কেন্দ্রিক, তাকে হেয় করতে এ কথাটা না বললেও চলে তবে তার আচরণ অমানবিক, বাংলাদেশ কে নিজ দেশ ভাবেন তা মনে হয় না, করোনা কালীন তিনি একটা টেস্ট কিডের পয়সা ও দান করেন নাই, শীতে কোন গরীব কে একটা কম্বল বিতরণ করেন নাই,  সেনা তত্বাবধায়ক সরকারের সময় তিনি ঢালাও ভাবে রাজনৈতিক নেতাদের চরিত্রে কালিমা লেপেছেন, রাজনৈতিক দল করেছেন, ফখরুদ্দিন তার বন্ধু,  ফখরুদ্দিন মঈনউদ্দীনের তিনি পরামর্শক, খালেদার ছেলে তারেকের মাজা ভাঙা কোকোর মৃত্যু তে তার ভাগ আছে, মাইনাস টু ফরমুলা তিনি সমর্থক,  বাঙলাদেশে আজও বিশ্বের তিনগুণ মোবাইল কল রেট তার অবদান, গ্রামীণ ফোনের তিনি একাই ৩৪% শেয়ার, কলরেট তিনি নামাতে দেন না!  পদ্মাসেতুতে বিশ্ব ব্যাঙ্কের অর্থায়ন দুর্নীতির ধুয়া তুলে বন্ধের হোতা তিনি, এ কাজ দেশদ্রোহীতার সামিল, বিশ্ব ব্যাঙ্ক কানাডা আদালতে ক্ষমা চেয়েছে পদ্মাসেতু তে অর্থায়ন না করার জন্য

বিজ্ঞাপন

 

বিলিয়ন বিলিয়ন টাকার মালিক যিনি কোটি কোটি ডলার লবিস্ট নিয়োগে খরচ করছেন, ১০৪ জন বিশ্ব বরন্যের সুপারিশ আদায় করেছেন তার বিচার করা যাবে না বলে,  ১০৪ জনের ভিতর ২৪ জন নোবেল বিজয়ী,  তারা কেমন নোবেল বিজয়ী,  কেমন জ্ঞানী,  কেমন দোমুখো এখন ই বলছি –

 

১. বাংলাদেশে মাত্র ৩ কোটি টাকা চুরির অভিযোগে তিনবারের প্রধানমন্ত্রী “খালেদা জিয়া” সাজা খেটে মৃত্যুর দ্বার প্রান্তে তার জন্য বিশ্বের এসব সো কল্ড বিবেকিরা একটা বিবৃতি আজও দেয় নাই। Is Khaleda less important than Yunus

২. মিয়ানমারের অং সাং সুকি

নোবেল বিজয়ী অনেক আগে, বছরের পর বছর জেল বন্দী, এসব সো কল্ড বিশ্ব বরন্যরা তার জন্য মানবতা নাই কেন? কারন ইউনূসের মত সুকির টাকা নাই

বারাক ওবামা হিলারি রা সুকির জন্য কেন দিন মিয়ানমার জান্তার উপর চাপ প্রয়েগ করেছেন যখন ক্ষমতায় দুজনই ছিলেন?  উত্তর না,  তা হলে বাংলাদেশের ইউনূসের বিচার হয়রানি কেন? তিনি তো নিজেই স্বীকার করে নিয়েছেন তার অপরাধ!

বিশ্বে কেউ কি আইনের উর্ধ্বে?

৩.বেলারুশের শান্তিতে নোবেল বিজয়ী “এ্যালেস বিয়ালিয়াট্সকি” ২০২২ সালের নোবেলজয়ী,  ১০ বছরের শাস্তিতে জেলে!

কোথায় তার জন্য বিশ্ববিবেক,  কোথায় হিলারি ওবামা, কোথায় সেই ১০৪ জন যারা ইউনূসের বিচার বন্ধ করতে বলেন?  কোথায় ২৪ জন নোবেল বিজয়ী যারা ইউনূসের বিচার বন্ধ করতে বলেন কারন তিনি হিলারি কে তেল মর্দন করে, মানিকগঞ্জ পর্যন্ত এনে খরচ করেছেন কোটি কোটি টাকা, মিলছে নোবেল তাও শান্তিতে!  ইউনূসের মূল্য খালেদা অং সাং সুকি, এ্যালিস থেকে বেশী কেন?  তার টাকা আছে,  এদেশের ঘুমন্ত সরকার ইউনূসের কোটি কোটি ডলার পাচার নজর দেন নাই কোনদিন,  এত আয় (গ্রামীন ফোন, গ্রামীন ব্যাংক,  বাংলাদেশের কোন ব্যাঙ্কে মাননীয় সরকার)  নাই কোন ব্যাঙ্কে, সব পাচার।  এ সরকারের ঢিলাঢালা প্রশাসন টাকা নিয়ে পালালে পিছে দৌড়ায় দেশে থাকতে খবর রাখে না!

 

বিএনপি কেন ইউনূসের দলে?

একটা নাবালক দল, যার জন্ম সেনানিবাসে,  সেই জিয়ার জন্ম হয়েছিলো তাই এরা নেতা। “শত্রুর শত্রু আমার বন্ধু ” এতটুকু বোঝে,  খালেদার মৃত্যু পথের কারন ইউনূস তা জানে না বিএনপির  ৯০% জানে ও না!  তারা জানে বিএনপি ক্ষমতায় এলে এক ট্রাক স্কয়ারের ঔষধের লাইসেন্স পাবে, ঢাকা থেকে খুলনা নিয়ে বেচবে, ব্যাস! ছাগলের তিন নাম্বার বাচ্চা আর কি?

 

আজও ফখরুল সাহেব বলেছেন, মেট্রোরেল বা গত পরশু উদ্ভবন রেল যানজট বাড়াচ্ছে।  হয়তো বলবে পদ্মা সেতু হওয়ায় পিলারে বালু বেঁধে বেঁধে  পূর্ণ স্রোত হচ্ছে না বলে চর পড়ে যাচ্ছে আমরা ক্ষমতায় এলে পদ্মা সেতু ভেঙে দেবো! যার বাবা সরাসরি রাজাকার ছিলেন, পিস কমিটির চেয়ারম্যান ছিলেন,  তিনি ভূয়া মুক্তিযোদ্ধা! অবশ্য বিএনপির বড় নেতা হতে এসব একটা একাডেমিক কোয়ালিফিকেশন!  যদি মুজিব হত্যায় জড়িত থাকতেন ফখরুল তা হলে এত লম্বা দি

ভারপ্রাপ্ত মহাসচিব থাকতে হতো না একসাথেই পুরো মহাসচিব করে দিতেন বেগম জিয়া।

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত