মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

বিষয় ঃ ধূর্তরা কি জ্ঞানী

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১০.০৬.২০২৩

বিজ্ঞাপন

 

একজন মনীষী, দার্শনিক ও সাহিত্যিক বলেছিলেন, “Cunnings are not Wise”! কিন্ত তাতে কি হলো, পিছের বেঞ্চে বসা, বার বার তৃতীয় বিভাগে পাশ করা ছেলেটা যে ভাবে বাড়ী গাড়ী মন্ত্রী আমলার পাশে ছবি ছাপছে, সমাজে সন্মান অর্জন করছে, মন্দির মসজিদ গড়তে জনসভায় লাখ টাকা দান করে সহস্র লোকের হাতে তালি পাচ্ছে, সেই ভালো সভ্য সত্যবাদী ছেলেটা জীবনের ”ভরা দুপুরে, পরন্তু জীবন সন্ধ্যায়'” বউ ছেলেমেয়ের বকা খাচ্ছে, শুনছে রাবিশ, ভুল মানুষের সাথে জীবনটা জড়িয়ে আজীবন অনাটন ছাড়াতে পারলাম না! ছেলেমেয়ে স্কুলকলেজ থেকে এসে বলছে, ” জানো বাবা, তোমার বন্ধুর ছেলে না সকালে “পাঁজোরেতে” কলেজে আসে আর বিকেলে “ভলবোতে” বাসায় ফেরে! তোমার কাছ থেকে না সে ছুটির দরখাস্ত লেখায় নিতো, তুমি না ক্লাসের ফাস্ট বয় ছিলে, তোমার পাশে বসার জন্য এসএসসি Exam. এ প্রধান শিক্ষক কে অনুরোধ করে পাশাপাশি সিট ফেলেছিলো, তোমার একটা ম্যাথ নকল করে তৃতীয় বিভাগে পাশ করেছিলো! মার কাছে শোনা —-

বিজ্ঞাপন

 

মাসে কোটি টাকা পারচেজ & কন্ট্রাক্টর বিলের ১৫% বাঁধা ঘুষ টা না নিয়ে সৎ জীবন যাপন, সৎ পথে চলা, সত্য স্পষ্ট বলায় আজ

জ্ঞানী সৎ ব্যক্তি অপাংক্তেয় সংসারে, সমাজে আর “ধূর্ত ব্যক্তিটি” রাজধানী শহরে পাঁচ কোটি টাকার বাড়ী, মন্ত্রীর বাহু তলে, হুংকারে চলে!

 

সেক্সপিয়ার বলেছেন, “Cunnings are sly, craftly, Clever in Surreptitious behaviour while ” Wise is showing good judgement or benifit of knowledge and experience. ”

 

আসলে “decidedly Negative words such as CUNNING or Crafly, which have Connotions of dishonesty.

 

ধূর্ত লোকগুলো এ সমাজের মগডালে উঠে যায় তরতরিয়ে, অর্থবিত্তে ফুলেফেঁপে সমাজের মধ্যমণি হয়, নাম সুনামে পঞ্চমুখী অসৎ মিথ্যা পূজাবাদী একজন তবুও

টলস্টয়ের মত একাধারে দশবার নোবেল তালিকায় আসা ব্যক্তি বলেছেন, ” Cunnings are not wise rather FOOLISH, hate them. The things better for Humen and the world, has done by the ‘WISE’

not the ‘CUNNINGs’ ! ” বিশ্বে ভালো যা কিছু হয়েছে তা জ্ঞানীর দান, ধূর্তরা নিজ পকেট ভরেছে আর সমাজ রাস্ট্রকে পঙ্কিলতায় নিমজ্জিত করেছে !

 

ভালো থাকেন, সুস্হ থাকেন, নিজ দেশকে ভালবাসেন, ধূর্ত আর জ্ঞানী এক না, ধর্মীয় হানাহানি এড়িয়ে চলুন, মনে রাখবেন বিশ্বে ৪৩০০ ধর্ম আছে ওপারে বিচারক নিশ্চিত একজন মাত্র।

 

ক্যাপশন ঃঃছবি

একজন কবি, লেখক, ২০২০ সালে সেরা কবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত